কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
Published: 14th, September 2025 GMT
কক্সবাজারে এক ব্যক্তিকে হত্যার পর তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিরেল চাকমাকে (৫৪) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
বরগুনায় ডোবায় মিলল গলা কাটা মরদেহ
‘আর্থিক দ্বন্দ্বে’ মাকে হত্যা
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি রাঙামাটি জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিরেল কয়েক মাস ধরে ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। নিহত ও তার স্ত্রী তাদের পূর্ব পরিচিত বিরেলের বাসায় আশ্রয় নেন। গতকাল শনিবার রাতে বিরেল এবং অন্যরা মদপান করেন। পরে বিরেল রাঙামাটি থেকে আসা ব্যক্তির স্ত্রীকে ধর্ষণচেষ্টা করেন। ওই নারী দৌঁড়ে গিয়ে স্বামীকে বিষয়টি জানান। এ নিয়ে দম্পতির সঙ্গে বিরেলের কথা কাটাকাটি হয়। পরে বিরেল নারীর স্বামীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে হত্যা করেন।
পালিয়ে যাওয়ার সময় রক্তমাখা হাত দেখে স্থানীয়রা বিরেলকে আটক করেন। পরে বাড়িতে গিয়ে মরদেহ দেখতে পান তারা। এসময় লাশের পাশে অর্ধনগ্ন অবস্থায় এক নারীকেও দেখতে পান। পরে স্থানীয়দের কাছে বিরেল হত্যার কথা স্বীকার করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি মদ্যপ ছিলেন এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, নিহত ও তার স্ত্রী কক্সবাজারে জসিম নামে এক ব্যক্তির কাছ থেকে পাওনা টাকা নিতে আসেন। তারা তাদের পূর্ব পরিচিত বিরেলের বাড়িতে ওঠেন। দীর্ঘদিন ধরে নিহতের স্ত্রীর দিকে কুনজরে ছিল বিরেলের।
একাধিকবার কুপ্রস্তাব দিলেও ওই নারী তাতে রাজি হননি। শনিবার রাতে বিরেল ও ভুক্তভোগীর স্বামী একসঙ্গে মদপান করেন।
তিনি আরো জানান, মাতাল অবস্থায় বিরেল নারীকে ধর্ষণের চেষ্টা করেন। বাধা আসায় নিহতের স্বামীকে তিনি কুপিয়ে হত্যা করেন। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে ওই নারীকেও ধর্ষণ করেন বিরেল।
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আটক অভ য গ ন হত র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।