মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগেই গাজায় হামলা জোরদার করছে ইসরায়েল
Published: 14th, September 2025 GMT
ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে কমপক্ষে ৩০টি আবাসিক ভবন ধ্বংস করেছে এবং হাজার হাজার মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিচ্ছে। রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন সংঘাতের ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলে আলোচনা করতে এসেছেন তখন এই হামলার ঘটনা ঘটছে।
ইসরায়েল জানিয়েছে, হামাসকে নির্মূল করার ঘোষিত লক্ষ্যের অংশ হিসেবে শহরটি দখল করার পরিকল্পনা করছে।
মঙ্গলবার দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য কাতার সোমবার জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “যা ঘটার তা ঘটেছে। আমরা তাদের (ইসরায়েলি নেতৃত্বের) সাথে দেখা করব। ভবিষ্যতে কী হবে তা নিয়ে আমরা আলোচনা করব।”
এদিকে, আল-জাজিরা অনলাইন জানিয়েছে, রবিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ৪৬ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ জনই গাজা সিটির বাসিন্দা। ইসরায়েল বাসিন্দাদের শহর থেকে বের করার জন্য আবাসিক ভবনগুলোর ওপর হামলা জোরদার করেছে। হামলার কারণে বাসিন্দারা দ্রুত গাজা সিটি থেকে বের হয়ে যাচ্ছেন।
গাজা সিটির অনেকেই তাদের জিনিসপত্র ট্রাকে রাখছে। কেউ কেউ হুইলচেয়ারে, এমনকি গর্ভবতী মহিলা এবং শিশুরাও এই পথ ধরে পায়ে হেঁটে যাচ্ছে যাদের কাছে পরিবহন খরচ নেই।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫