ফতুল্লায় সমাজ সেবক মতিউর রহমান বাবুল’র কুলখানি
Published: 14th, September 2025 GMT
ফতুল্লার লালপুর এলাকার বাসীন্দা,সমাজ সেবক মতিউর রহমান (বাবুল) এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে রোববার বাদ আছর ফতুল্লা কেন্দ্রীয় বাজার জামে মসজিদে এবং লালপুরস্থ নিজ বাস ভবনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মতিউর রহমান (বাবুল) গত বৃহস্পতিবার সকাল ১০টার সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারতবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
তিনি ছিলেন একজন সৎ, সজ্জন, ধার্মিক, দানশীল ও পরোপকারী ব্যক্তি। তিনি লালপুর এলাকার মরহুম হাজী আমিন উদ্দিনের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫৮)।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে, দুই ভাই, চার বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।