বন্দরে গ্রামিন জুয়েলার্সে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। অজ্ঞাত নামা চোরের দল কৌশলে উল্লেখিত প্রতিষ্ঠানে টিনের চাল কেটে ভিতরে  প্রবেশ করে প্রতিষ্ঠানে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার ও ২০০ ভরি রুপা চুরি করে নিয়ে যায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায়  বন্দর উপজেলার ঘারমোড়াস্থ শান্তনা মার্কেটে   এ চুরি ঘটনা ঘটে। এ ঘটনায় উল্লেখিত জুয়েলার্স মালিক শাহাবুদ্দীন মিয়া বাদী হয়ে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানাগেছে,  বন্দর উপজেলার ঘারমোড়া কোনাপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে শাহাবুদ্দিন মিয়া দীর্ঘ ২৫ বছর ধরে ঘারমোড়াস্থ শান্তনা মার্কেটে জুয়েলার্সের ব্যবসা করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাত ১০টায় দোকান মালিক জুয়েলার্স বন্ধ করে তার বাড়িতে যায়।

ওই সুযোগে ওই রাত দেড়টায় অজ্ঞাত নামা চোরের দল প্রতিষ্ঠানের টিনের চালা ও লোহার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সুকেছে রক্ষিত ১২ ভরি স্বর্ণালংকার যার আনুমালকি মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা ও ২০ ভরি রুপা যার আনুমানিক মূল্য ৩ লাখ ১৬ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।  অভিযোগ  পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ