স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রশংসা করেছেন। রবিবার দক্ষিণাঞ্চলীয় শহর মালাগায় সমাজতান্ত্রিক দলের সমাবেশে তিনি এ কথা বলেছেন।

শনিবার ভুয়েল্টা আ এস্পানা সাইক্লিং রেসের পথে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা র‌্যালি করেছিলেন। মাদ্রিদের বাইরে গুয়াদাররামা পর্বতমালায় শেষ পর্যায়ে বিক্ষোভকারীরা কিছুক্ষণের জন্য নিরাপত্তা লঙ্ঘন করে এবং রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে,এ ঘটনায় কিছু রাইডার প্রতিযোগিতা ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। রবিবার এই প্রতিযোগিতার শেষ দিন ছিল।

এই প্রতিযোগিতায় ইসরায়েল-প্রিমিয়ার টেক দল অংশ নিয়েছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য এই দলটিকে লক্ষ্য করে বিক্ষোভ করেছিল ফিলিস্তিনপন্থীরা। তাদের বিক্ষোভে প্রতিযোগিতার বেশ কয়েকটি পর্যায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল।

দক্ষিণাঞ্চলীয় শহর মালাগায় সমাজতান্ত্রিক দলের সমাবেশে সানচেজ বলেন, “আজ ভুয়েল্টার সমাপ্তি। ক্রীড়াবিদদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং স্বীকৃতি এবং ফিলিস্তিনের মতো ন্যায্য উদ্দেশ্যে সংগঠিত স্প্যানিশ জনগণের প্রতি আমাদের শ্রদ্ধা।”

স্পেন ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচক এবং সানচেজের সরকার চলতি মাসের শুরুতে ইসরায়েলি সামরিক সরবরাহকে লক্ষ্য করে নতুন ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ল স ত নপন থ ইসর য

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ