ইসরায়েলি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে গাজায় আরো ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) গাজা নগরীতেই অন্তত ৩৫ জন প্রাণ হারান। একই সঙ্গে তিনটি আবাসিক বহুতল ভবনসহ শহরের ১৬টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পাশাপাশি অপুষ্টিজনিত কারণে আরো দুজনের মৃত্যু হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় ইসরায়েলের এই হামলাকে ‘গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতি’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীকে নয়, বরং স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যালয়গুলোকে টার্গেট করছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গত চার দিনে গাজা নগরীতে সংস্থার অন্তত ১০টি ভবনে হামলা হয়েছে। এগুলোর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিক ছিল, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছিল। সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, “গাজায় কোথাও নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়।”

তীব্র বোমাবর্ষণে হাজারো পরিবার দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানেও নিরাপত্তাহীনতা ও চরম সংকটে ভুগছে তারা। বাস্তুচ্যুতরা জানান, খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র অভাব, পর্যাপ্ত তাঁবুর অভাব এবং শীতের আগে জীবনযাত্রা আরো ভয়াবহ হয়ে উঠছে।

ইউনিসেফ জানিয়েছে, আল-মাওয়াসির পরিস্থিতি প্রতিদিন আরও নাজুক হচ্ছে।

ঢাকা/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ