ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়কের পাশে অবস্থান নিয়ে আন্দোলন করছেন এলাকাবাসী। শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচি পালিত হচ্ছে। যে কোনো অপ্রীতিক ঘটনা এড়াতে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে।

আরো পড়ুন:

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

রবিবার থেকে আবারো সড়ক অবরোধের হুঁশিয়ারি ভাঙ্গাবাসীর

এলাকাবাসী জানান, আজ সকালে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যেমন- হামিরদী, পুখুরিয়া, মাধবপুর ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ব্যানার নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। তারা রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। 

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

রোকিবুজ্জামান জানান, জনগণের ভোগান্তি কমাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তারা নিরলস কাজ করে যাচ্ছেন। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। সড়ক-মহাসড়কে সম্পূর্ণ খালি রাখা হয়েছে।

জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা) থেকে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা) সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা এর আগে পাঁচ দিন ধরে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন, যার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়েছিল।

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবস থ ন

এছাড়াও পড়ুন:

ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন। তবে টিভি নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। 

২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়। 

আরো পড়ুন:

সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী

বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি

পরিচালক রায়হান খান বলেন, “ট্রাইব্যুনাল’ অসাধারণ গল্পের সিনেমা। আমি বিশ্বাস করি, এই সিনেমা দর্শকদের মনে নাড়া দেবে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে রয়েছে তীব্র ক্রাইম থ্রিলারের ছোঁয়া। গল্পটি ঘুরে দাঁড়ায় ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি ঘিরে।” 

বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটির গল্প। গম্ভীর এক চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান প্রমুখ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ