ফরিদপুর-৪ আসন থেকে দুইটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কের পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। তবে, দুপুর ১২টার দিকে পরিস্থিতি পাল্টে যায়। তারা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।

আরো পড়ুন:

ভাঙ্গায় সড়কের পাশে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা একযোগে ভাঙ্গা উপজেলার অন্তত সাতটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হামিরদী ইউনিয়নের পুকুরিয়া রেলক্রসিং, পুকুরিয়া বাসস্ট্যান্ড, মনসুরাবাদ বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড, মাধবপুর বাসস্ট্যান্ড এবং আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড। আন্দোলনকারীরা লাঠি ও পাইপ নিয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করছেন।

শেখ আল রাব্বি নামে এক আন্দোলনকারী বলেন, “নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ আমরা মানি না। আমাদের ওপর যে মামলা দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকব।”

মোহাম্মদ আল আমিন নামে আরেক আন্দোলনকারী বলেন, “আমাদের ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেসহ আরো ৯০ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আমাদের দমনের চেষ্টা করছে, কিন্তু আমরা থেমে থাকব না। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিনতর হবে।”

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

রোকিবুজ্জামান বলেন, “সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুর ১২টার পর থেকে তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আন্দোলনকারীরা সড়ক থেকে সরছেন না। ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ আম দ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ