ফরিদপুর-৪ আসন থেকে দুইটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে সড়কের পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। তবে, দুপুর ১২টার দিকে পরিস্থিতি পাল্টে যায়। তারা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।

আরো পড়ুন:

ভাঙ্গায় সড়কের পাশে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল স্বাভাবিক

ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে

এলাকাবাসী জানান, দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা একযোগে ভাঙ্গা উপজেলার অন্তত সাতটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হামিরদী ইউনিয়নের পুকুরিয়া রেলক্রসিং, পুকুরিয়া বাসস্ট্যান্ড, মনসুরাবাদ বাসস্ট্যান্ড, হামিরদী বাসস্ট্যান্ড, মাধবপুর বাসস্ট্যান্ড এবং আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড। আন্দোলনকারীরা লাঠি ও পাইপ নিয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করছেন।

শেখ আল রাব্বি নামে এক আন্দোলনকারী বলেন, “নির্বাচন কমিশনের নেওয়া পদক্ষেপ আমরা মানি না। আমাদের ওপর যে মামলা দিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের আন্দোলন চলবে, আমরা রাজপথে থাকব।”

মোহাম্মদ আল আমিন নামে আরেক আন্দোলনকারী বলেন, “আমাদের ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেসহ আরো ৯০ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা আমাদের দমনের চেষ্টা করছে, কিন্তু আমরা থেমে থাকব না। দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিনতর হবে।”

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

রোকিবুজ্জামান বলেন, “সকালের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও দুপুর ১২টার পর থেকে তা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আন্দোলনকারীরা সড়ক থেকে সরছেন না। ফলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।”

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন অবর ধ আম দ র

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ