চুয়াডাঙ্গায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তালাবদ্ধ ঘর থেকে গুলশান আরা চমন (৬৫) নামের এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

তিনি চুয়াডাঙ্গা শহরের মসজিদ পাড়ার মৃত মহিউদ্দিন জোয়ার্দারের মেয়ে ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুদহ গ্রামের মৃত পুলিশ সদস্য আবুল কাশেমের স্ত্রী। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, ভাড়া বাড়ির শয়নকক্ষের তালা ভেঙে গুলশান আরা চমন নামের ষাটোর্ধ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তিনি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিন দিন আগেই মারা গেছেন গুলশান আরা চমন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে তার মৃত্যুর কারণ। 

বাড়ির মালিক রেহেনা খাতুন ও তার প্রতিবেশীরা বলেছেন, সাত বছর ধরে একাই ভাড়া বাসায় থাকতেন গুলশান আরা চমন। তিন মাস আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয়। তাকে এও বলা হয়, আপনি একা থাকেন, ঘরের দরজা খোলা রেখে ঘুমাবেন, তাতে আপনার কিছু সমস্যা হলে আমরা আপনাকে সাহায্য করতে পারব। কিন্তু, তিনি দরজা বন্ধ করে ঘুমাতেন। সোমবার দুপুরে কাজের বুয়া রিনা ঘরের খোলা জানালায় উঁকি দিয়ে দেখতে পান যে, ঘরের মেঝেতে রক্ত এবং গন্ধ বের হচ্ছে। তখন পুলিশকে  খবর দেওয়া হয়।

এ বিষয়ে গুলশান আরা চমনের ছোট বোন খুশি জানিয়েছেন, গত বৃহস্পতিবার তিনি বড় বোনকে (গুলশান আরা চমন) সঙ্গে নিয়ে বাজার করে তাকে বাড়িতে রেখে চলে গেছেন। এর পর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি।

ঢাকা/মামুন/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ