অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে বিতর্ক কাম্য নয়: জবি শিক্ষক সমিতি
Published: 15th, September 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজধানীর বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাস-লেগুনা স্ট্যান্ড এবং ফুটপাত দখল উচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তর্ক-সমালোচনা চলমান। এই বিষয়ে জবি শিক্ষক সমিতি নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।
রবিবার জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক সমিতির দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে, ৮ জানুয়ারি ২০২৫ প্রশাসনের কাছে এ সমস্যা সমাধানের জন্য দাবি জানানো হয়েছিল। পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ এবং বাস মালিক সমিতিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কার্যকর সমাধান আসতে পারেনি।
আরো পড়ুন:
জবির সংলগ্ন অবৈধ দোকান–বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে সমাবেশ
গবেষণাকে আন্তর্জাতিক মানে নিতে অভিনব চিন্তা জরুরি: জবি উপাচার্য
চলতি মাসের শুরুতে এক ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর শিক্ষার্থীদের প্রতিবাদের প্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর ডিসি ট্রাফিকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠকে বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী রায়সাহেব বাজার মোড় থেকে বাস চলাচল স্থগিত করা হয়।
শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি কেবল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নয়, বরং আশপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। এ উদ্দেশ্যে ১০ সেপ্টেম্বর একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়, যেখানে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতি মনে করে, যদিও সাময়িক অসুবিধা হতে পারে, তবে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ শিক্ষার্থীদের জীবনরক্ষা, দুর্ঘটনা প্রতিরোধ, যানজট কমানো, বায়ুদূষণ ও শব্দদূষণ হ্রাস এবং অবৈধ লেনদেন ও মাদক ব্যবসা বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রশাসন অটো রিকশার গতি নিয়ন্ত্রণ, ন্যায্য ভাড়া নির্ধারণ এবং বিকল্প পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে।
শিক্ষক সমিতির পক্ষ থেকে আহ্বান জানানো হয়, বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাই চলমান বিতর্ক অযাচিত। বৃহত্তর স্বার্থে সত্য, সুন্দর ও কল্যাণকর বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
ঢাকা/লিমন/সাইফ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।