সাইম আইয়ুব ছাড়া পাকিস্তান দলে ‘ক্লাস’ দেখেন না অশ্বিন
Published: 15th, September 2025 GMT
এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ শেষে আলোচনায় এখন দুটি বিষয়। প্রথমত, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো। দ্বিতীয়ত, খেলায় পাকিস্তানের শোচনীয় পরাজয়। দুবাইয়ে গতকাল আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে পাকিস্তান। ২৫ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় ভারত।
হারের পর থেকেই একের পর এক সমালোচনার তির ধেয়ে আসছে পাকিস্তানের ক্রিকেটারদের দিকে। দেশের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি ভারতের সাবেক ক্রিকেটারদের কটাক্ষও সহ্য করতে হচ্ছে তাদের।
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার যেমন বলেছেন, পাকিস্তান ক্লাব পর্যায়ের ক্রিকেটও খেলতে পারছে না। ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের মতে, পাকিস্তান দলে সাইম আইয়ুব ছাড়া কোনো ‘ক্লাস’ (মান) নেই। শুধু তাই নয়, ক্রিকেটে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনাকে ‘অন্যায্য’ বলেও মনে করেন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া অশ্বিন।
আরও পড়ুনহাত না মেলানোয় ভারতকে কি শাস্তি দেবে আইসিসি৮ ঘণ্টা আগেগতকাল টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিংয়ের সময়ই মূলত হেরে যায় পাকিস্তান। দলের প্রথম ৭ ব্যাটসম্যানের মধ্যে কেবল দুজন দুই অঙ্ক ছুঁতে পারেন। শাহিবজাদা ফারহানা ৪০ ও ফখর জামান করেন ১৭ রান। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৬ বলে ৩৩ রান না করলে পাকিস্তানের সংগ্রহ আরও কম হতে পারত।
রবিচন্দ্রন অশ্বিন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।