চার্লি কার্কের মৃত্যু উদ্যাপনকারীদের বিচারের আওতায় আনা উচিত: জেডি ভ্যান্স
Published: 16th, September 2025 GMT
যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যাঁরা চার্লি কার্কের মৃত্যু উদ্যাপন করেছে, তাঁদের বিচারের আওতায় আনা উচিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ‘দ্য চার্লি কার্ক শো’র একটি পর্বে ভ্যান্স এ কথা বলেন। তিনি শো’টির অতিথি উপস্থাপক ছিলেন।
ভ্যান্স বলেন, ‘তাঁদের প্রকাশ্যে সমালোচনা করুন। আর হ্যাঁ, তাঁদের নিয়োগকর্তাকেও জানান। সভ্য আচরণের প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতাকে সমর্থন করি না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে চার্লি কার্কের মৃত্যু নিয়ে অপ্রীতিকর পোস্ট করায় এখন পর্যন্ত কয়েকজন পাইলট, চিকিৎসা পেশাজীবী, শিক্ষক এবং গোপন সেবা সংস্থার এক কর্মীর চাকরি স্থগিত বা বা বরখাস্ত করা হয়েছে।
সমালোচকেরা বলছেন, চাকরি থেকে বরখাস্তের ঘটনা বাক্স্বাধীনতা ও কর্মচারীদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলেছে। তবে, কাগজে-কলমে দেশটির কোম্পানিগুলোর কর্মচারী বরখাস্তের ব্যাপারে ব্যাপক স্বাধীনতা রয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক বিতর্ক অনুষ্ঠান চলাকালে চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। তাঁর ঘাড়ে গুলি লেগেছিল। মৃত্যুর আগে প্রতিদিন ‘দ্য চার্লি কার্ক শো’ তিনি নিজেই উপস্থাপনা করতেন।
সোমবার সম্প্রচারিত পডকাস্টে ভ্যান্স বলেন, ‘আমেরিকার বামপন্থীদের রাজনৈতিক সহিংসতা সমর্থন ও উদ্যাপনের সম্ভাবনা অনেক বেশি।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক হত্যাকাণ্ড উদ্যাপনে কোনো শালীনতা নেই।’
ইউগভের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে উদারপন্থীরা রাজনৈতিক প্রতিপক্ষের মৃত্যুকে আনন্দের সঙ্গে নেওয়াকে রক্ষণশীলদের তুলনায় বেশি স্বাভাবিক বলে মনে করেন।
এমন এক সময়ে ভ্যান্সের মন্তব্য এল, যখন দেশটির রিপাবলিকান পার্টির অন্যান্য আইনপ্রণেতারাও জনসমক্ষে চার্লি কার্কের মৃত্যু উদ্যাপনকারীদের শাস্তির দাবি জানাচ্ছেন।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি তাঁদের বরখাস্ত, অর্থায়ন বন্ধ এবং লাইসেন্স বাতিলের দাবি জানাব।’ একই সঙ্গে তিনি এটাও বলেছেন, ‘এ ধরনের মানুষকে সভ্য সমাজ থেকে বিতাড়িত করা উচিত।’
চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের রক্ষণশীল যুব রাজনৈতিক গোষ্ঠী টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ছিলেন। এটি দেশটির রক্ষণশীল যুব আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন। ২০১২ সালে মাত্র ১৮ বছর বয়সে এ আন্দোলন শুরু করেছিলেন চার্লি। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।
চার্লি কার্ককে হত্যায় জড়িত সন্দেহে টাইলার রবিনসন নামের এক তরুণকে আটক করা হয়েছে। ২২ বছর বয়সী রবিনসনকে তাঁর বাবা ও এক বন্ধুর সহায়তায় গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুনট্রাম্পের মিত্র চার্লি কার্ক খুনের ঘটনায় আটক কে এই তরুণ১৩ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র র জন ত ক বরখ স ত
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন