কুড়িগ্রামে ১৭০ হেক্টর জমির ফসল নিমজ্জিত
Published: 16th, September 2025 GMT
বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীসার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র, ধরলাসহ অন্য নদ-নদীর পানিও। ফলে প্লাবিত হয়েছে নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত। কৃষকদের অনেককেই নৌকায় করে জমিতে গিয়ে কাঁচা ধান কাটতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, পানি আরো বৃদ্ধি পেলে তলিয়ে থাকা ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হবে। পানি দ্রুত নেমে গেলে ক্ষতি থেকে রক্ষা পাবেন তারা।
আরো পড়ুন:
জুম ফলন ভালো হওয়ায় খুশি খাগড়াছড়ির চাষিরা
সবজি চারা উৎপাদনে ব্যস্ত মানিকগঞ্জে কৃষকরা
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে জেলার নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী দুই দিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার সফর উদ্দিন জানান, “তিস্তার চরে ধান আবাদ করেছি। যার অর্ধেক তলিয়ে গেছে। এ জন্য কাঁচা ধান কেটে নিয়ে আসতেছি।”
একই ইউনিয়নের বুড়িরহাট এলাকার আব্দুল মজিদ বলেন, “হঠাৎ পানি বৃদ্ধি পেয়ে চরের আবাদ তলিয়ে গেছে। পানি কিছুটা কমেছে। পানি কমলে ফসলের ক্ষতি হবে না। আর বৃদ্ধি পেলে ক্ষতি হবে।”
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, “পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদী অববাহিকার ১২০ হেক্টর জমির রোপা আমন, ৪৫ হেক্টর জমির শাকসবজি ও ৫ হেক্টর জমির মাসকলাই তলিয়ে গেছে। পানি দ্রুত নেমে গেলে এসব ফসলের ক্ষতি হবে না।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফসল নদ ফসল র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।