প্রিলিমিনারি পরীক্ষার পড়া মাথায় গেঁথে নেওয়ার বিষয়। এটা এমন না যে অল্প সময়ে পড়ে হুটহাট করে আপনি সাফল্য পেয়ে যাবেন। পরিকল্পনা করে কিছুটা সময় নিয়ে তাই প্রস্তুতি নিতে হয়। আপনার মাথায় যা গেঁথে নিয়ে যাবেন, পরবর্তী সময়ে পরীক্ষার হলে তারই প্রতিফলন ঘটবে। তাই পরীক্ষার আগে শুধু শুধু চাপ নিলে ভালো কিছুর বদলে ফল খারাপ হওয়ার আশঙ্কাই বেশি থাকে। তাই শেষ দিনে এসে যে যে বিষয়ে খেয়াল রাখতে পারেন, তা হলো—

১.

নতুন কিছুই পড়বেন না। এমনকি সর্বশেষ তথ্যের জন্য পত্রিকা পড়ারও মানে নেই সেদিন (নিজের অভ্যাস বা শখের জন্য পত্রিকা পড়তে পারেন)। এটা আগের পড়াকে প্যাঁচ খাওয়াবে শুধু।

২.

নির্ভার থাকার চেষ্টা করুন। আগে যা পড়েছেন, তার মধ্য থেকে যা আপনার কম মনে থাকে বা গুরুত্বপূর্ণ তথ্য (যা আপনি নোট করেছেন) তাতেই চোখ বুলিয়ে যান।

আরও পড়ুনইউনিমেট-শাবানা মাহমুদ-দেখার হাওর-বেন গুরিয়ান বিমানবন্দর-কী, জেনে নিন১১ সেপ্টেম্বর ২০২৫

৩.

গণিতের সূত্র/মানসিক দক্ষতার কৌশল/সংবিধানের ধারা বা বাতিলকৃত অনুচ্ছেদগুলো/ইংরেজির কঠিন ভোকাবুলারিগুলো দেখে যেতে পারেন।

৪.

আপনার রেজিস্ট্রেশন নম্বর ভালো করে ডিজিটগুলো মিলিয়ে পরীক্ষার কেন্দ্র দেখে নিন। কেন্দ্র অপরিচিত থাকলে দরকার হলে আগের দিন যেয়ে একবার কেন্দ্র দেখে আসুন।

৫.

আপনার আবাসস্থল থেকে কেন্দ্র কতটুকু দূরে, কতটুকু সময় লাগবে, সেখানে কীভাবে যাবেন (রিকশা/সিএনজিচালিত অটোরিকশা/বাস), বাসে গেলে কোনো বাসে কোন রুটে যাবেন তা আগেই পরিকল্পনা করে রাখুন।

৬.

পরীক্ষার বেশ আগেই পরীক্ষার প্রবেশপত্রের একাধিক কপি প্রিন্ট করে রাখুন। তবে সঙ্গে এক কপি নেবেন। প্রবেশপত্র শার্ট বা প্যান্টের পকেটে রাখলে ঘামে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

৭.

কিছুটা ব্যবহার করা বলপয়েন্ট কলম দুই তিনটি প্রস্তুত রাখুন। একদম নতুন কলমে বৃত্ত ভরাটে সমস্যা হয়। আর জেল পেন ব্যবহার করা যায় না। পেনসিল বা ইরেজার সঙ্গে নিতে পারেন, তবে না নিলেও চলে।

মডেল: রবিউল হাসান ও নাহিদা আহমেদ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র আপন র

এছাড়াও পড়ুন:

৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএস–২০২৪–এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ করা হবে। যাঁদের লিখিত পরীক্ষায় শ্রুতলেখক প্রয়োজন, তাঁদেরকে অফিস চলাকালে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), পিএসসি সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করতে হবে। পিএসসি জানিয়েছে, আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে পরীক্ষার সময় শ্রুতলেখক–সুবিধা পাওয়া সম্ভব হবে না।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০১১ ঘণ্টা আগে

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, যা হলো—

১. অনলাইন আবেদনপত্রের (BPSC Form–1) কপি

২. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি

৩. প্রতিবন্ধিতার সপক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রদত্ত সনদ

৪. সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের প্রত্যয়নপত্র বা ডাক্তারি প্রত্যয়নপত্র

আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫উদাহরণস্বরূপ

দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীর জন্য চক্ষু চিকিৎসকের প্রত্যয়নপত্র

শ্রবণপ্রতিবন্ধী প্রার্থীর জন্য নাক–কান–গলা বিশেষজ্ঞের প্রত্যয়নপত্র

বুদ্ধিপ্রতিবন্ধী প্রার্থীর জন্য নিউরোলজিস্টের প্রত্যয়নপত্র

পিএসসি আরও জানিয়েছে, শ্রুতলেখকের সহায়তায় পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের কেবল পিএসসি অনুমোদিত শ্রুতলেখকের সহায়তায় অংশ নিতে হবে।

এ ছাড়া প্রার্থীদের স্বার্থে কমিশন শ্রুতলেখকের চাহিদা দ্রুত পূরণ ও যথাযথ সমন্বয় নিশ্চিত করছে। পিএসসি জানিয়েছে, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেবেন, তাঁরা পরীক্ষার দিন শ্রুতলেখকের সুবিধা পাবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের প্রক্রিয়া বাধাহীনভাবে সম্পন্ন হবে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
  • ৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ