চবিতে হবে ‘হোস্টেল সংসদ নির্বাচন’
Published: 16th, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের পাশাপাশি এবার নতুন করে একটি হোস্টেল সংসদ নির্বাচন হবে। এটি হলো— শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল, যা চট্টগ্রাম শহরের মেহেদীবাগে অবস্থিত। এটি আগে চবির চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হতো।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড.
আরো পড়ুন:
রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা
রাকসুতে হল সংসদ নির্বাচনে ৩৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
তিনি বলেছেন, “চাকসু ও ১৪টি হল সংসদ নির্বাচনের পাশাপাশি নতুন করে একটি হোস্টেল সংসদ নির্বাচনের আয়োজন করা হবে। ১৫ সেপ্টেম্বর উপাচার্য স্যার এর অনুমোদন দিয়েছেন।”
হোস্টেল সংসদের পদগুলো হলো—সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস), দপ্তর সম্পাদক, ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক এবং দুজন নির্বাহী সদস্য।
অনির্বাচিত সভাপতি ও কোষাধ্যক্ষসহ হোস্টেল সংসদ নির্বাচনে মোট পদ ১২টি।
ঢাকা/মিজানুর/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।