মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য নিয়ে ভারতের ‘ইতিবাচক’ আলোচনা
Published: 16th, September 2025 GMT
ভারত ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে বাণিজ্য আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার তেল কেনার কারণে ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার পরে ভারত শক্ত অবস্থান নিলে সমঝোতার সুরে কথা বলা শুরু করেন ট্রাম্প।
দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধান আলোচক রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতীয় বাণিজ্য কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।
বিস্তারিত কিছু না জানিয়ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পারস্পরিকভাবে লাভজনক একটি বাণিজ্য চুক্তির দ্রুত অর্জনের জন্য প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক, যার মধ্যে একটি সম্ভাব্য ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও অন্তর্ভুক্ত ছিল।
উভয় পক্ষই এখন আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ দফায় বাণিজ্য আলোচনা করবে বলে আশা করা হচ্ছে। তবে, তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় যে নয়াদিল্লি ট্রাম্প প্রশাসনের রাশিয়ার তেল কেনা কমানোর দাবি পূরণ করবে, নাকি মার্কিন কোম্পানিগুলোর জন্য কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করবে। কারণ এটি আলোচনার একটি প্রধান দাবি।
ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে মস্কোর উপর ওয়াশিংটনের চাপ প্রচারণার অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভারতীয় আমদানির উপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেন, যার ফলে সামগ্রিক শুল্ক বেড়ে ৫০ শতাংশ হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিকল্পিতভাবে প্রচারণা চলছে যে বিএনপি সংস্কারের বিরোধী: মির্জা ফখরুল
বিএনপি দল হিসেবে ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের বিরোধী।’
প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।
বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বিএনপির প্রতিষ্ঠাতা) হাত দিয়েই। তিনি একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় শাসনব্যবস্থায় গিয়েছিলেন, গণতান্ত্রিক একটা ব্যবস্থায় গিয়েছিলেন। তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।...তার সময় কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রেও সম্পূর্ণ নতুন সংস্কার নিয়ে নতুন কাজ শুরু হয়। একটা বদ্ধ অর্থনীতি থেকে আমরা একটা উন্মুক্ত অর্থনীতিতে, একটা ফ্রি মার্কেট ইকোনমিতে গিয়ে উপস্থিত হয়েছিলাম তার নেতৃত্বে।’
এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া (বিএনপি চেয়ারপারসন) প্রেসিডেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা) থেকে পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্ট (সংসদীয় ব্যবস্থা) নিয়ে এসেছিলেন।’
বর্তমান সময়কে প্রযুক্তির সময় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা–কর্মীদের আরও বেশি প্রযুক্তিজ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ এবং তার ফি পরিশোধের প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। তাতে বলা হয়, এখন থেকে বিশ্বের যেকোনো দেশ থেকে অনলাইনে বিএনপির দলীয় ওয়েবসাইটে গিয়ে সদস্য পদ গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এ জেড এম জাহিদ হাসান, গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।