Prothomalo:
2025-11-02@10:18:46 GMT

Untitled Sep 17, 2025 01:02 am

Published: 16th, September 2025 GMT

অ্যাথলেটিক বিলবাও ০–২ আর্সেনাল

এই তো গত ১৬ এপ্রিলে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ‘কফিনে শেষ পেরেক’ ঠুকে দিয়েছিলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। যোগ করা সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে স্প্যানিশ পরাশক্তি রিয়ালের বিদায় নিশ্চিত করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠে আর্সেনাল।

ঠিক চার মাস পর স্পেনের আরেক ক্লাবের বিপক্ষে খেলতে নেমে আবারও আর্সেনালের অন্যতম ত্রাতা মার্তিনেল্লি। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বদলি নামার ৩৬ সেকেন্ডের মধ্যে করলেন গোল। মার্তিনেল্লির সেই গোলে বলের জোগান দিলেন আরেক বদলি লিয়ান্দ্রো ত্রোসার। এরপর মার্তিনেল্লির বানিয়ে দেওয়া বলে ত্রোসারও কাঁপালেন জাল।

ব্যস, দুই বদলি ফরোয়ার্ডের গোলে বিলবাও জয় করে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভসূচনা করল আর্সেনাল। গানারদের কোচ মিকেল আরতেতাও নিজ দেশ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে লন্ডনে ফেরার উপলক্ষ্য পেলেন।

রয়্যাল সাঁ–জিলোয়ার চমক

একই সময়ে শুরু ও শেষ হওয়া আরেক ম্যাচে পিএসভি আইন্দহফেনকে চমকে দিয়েছে রয়্যাল সাঁ–জিলোয়া। ৯০ বছর পর বেলজিয়ামের শীর্ষ লিগের শিরোপা জেতা জিলোয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলতে নেমেই নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন পিএসভিকে তাদেরই মাঠে ৩–১ গোলে হারিয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।

খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ