চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলে এসে এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। তবে সময়মতো তিনি সরে যাওয়ায় তাঁর গায়ে গুলি লাগেনি। ওই ব্যবসায়ীর নাম রাজীব চৌধুরী (৪৮)। তিনি পুবালি ট্রেডার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কাগতিয়া বাজার কল্যাণ সমিতির সভাপতি।

আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে রাউজানের বিনাজুরী ইউনিয়নের কাগতিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় তিনি নিজের দোকানে বসেছিলেন। সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যবসায়ী রাজীব দাবি করেন, গতকাল বুধবার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে তাঁর ওপর এমন হামলা করেছে সন্ত্রাসীরা। হামলায় তিনজন সন্ত্রাসী অংশ নেয়। হেলমেট পরে আসায় তাদের চিনতে পারেননি তিনি।

জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে জানেন না। কক্সবাজারে গেছেন মামলা তদন্তের কাজে। তবে খোঁজ নিয়ে সন্ত্রাসীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সন ত র স র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ