সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি আহ্বান করেছে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে বিইআরসির বর্তমান চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ ছাড়া শুনানিতে অংশ নেবে না ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। দেড় মাস আগে তাঁদের অপসারণ চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছে ক্যাব।

ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, আইন লঙ্ঘন করে একের পর এক সিদ্ধান্ত দিয়েছে বিইআরসি। এটা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভোক্তা স্বার্থে বর্তমান কমিশন চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ দাবি করা হয়েছে। তাঁদের অপসারণ করা না হলে কোনো শুনানিতে অংশ নেবে না ক্যাব।

আগামী ৬ অক্টোবর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে অংশীজনদের উপস্থিতি নিশ্চিত করতে ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। শুনানিতে বক্তব্য দেওয়ার তালিকায় নাম দিতে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। এরপর একই প্রস্তাব আলাদা করে জমা দেয় ৬টি গ্যাস বিতরণ কোম্পানি। এতে বলা হয়, প্রতি ঘনমিটার গ্যাসে গড়ে খরচ হয় ২৮ টাকা ৭৮ পয়সা। বর্তমানে বিক্রি করা হচ্ছে ২২ টাকা ৯৩ পয়সায়। প্রতি ঘনমিটারে লোকসান হচ্ছে ৫ টাকা ৮৫ পয়সা। এতে চলতি অর্থবছরে ১২ হাজার ২৯১ কোটি টাকা ঘাটতি হতে পারে। সরকার ভর্তুকি বরাদ্দ রেখেছে ছয় হাজার কোটি টাকা। সার কারখানায় গ্যাসের দাম বাড়ানো হলে ঘাটতি কমানো সম্ভব হবে।

সার কারখানায় বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা। দাম বাড়ানোর প্রস্তাবে বলা হয়েছে, দাম বাড়িয়ে ৪০ টাকা করা হলে প্রায় ৪ হাজার ৩৪৩ কোটি টাকা বাড়তি আয় হবে। তাই সার কারখানায় গ্যাসের দাম বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে গত ৩১ জুলাই জ্বালানি বিভাগের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে ক্যাব বলেছে, শুনানি না করেই সরকারি কোম্পানির তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বিইআরসি। যৌক্তিকতা প্রমাণ না হলেও জেট ফুয়েল বিক্রিতে পদ্মা তেল কোম্পানির মুনাফা বেড়েছে। বর্তমান কমিশন জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতার বৈধ ব্যবহার না করে নিজের পদের অপব্যবহার করেছে। এতে জনস্বার্থ ব্যাহত হয়েছে। আইনের একাধিক ধারায় ভোক্তা স্বার্থ ও অধিকার খর্ব করার অপরাধে চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করতে আবেদন জানায় ক্যাব।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ আজ প্রথম আলোকে বলেন, বিইআরসি আইন মেনেই জ্বালানি মূল্য নির্ধারণ করা হয়েছে। শুনানির ভিত্তিতেই প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করা হচ্ছে। একইভাবে সরকারি কোম্পানির এলপিজির দাম সমন্বয় করা হয়েছে। বিআইরসি সব পক্ষের বক্তব্য শুনতে চায়। তাই শুনানিতে অংশ নিতে সবাইকেই আহ্বান জানানো হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ ম ব ড় ন র প রস ত ব ব ইআরস

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ