চাকসু: জুলাই যোদ্ধাদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল ঘোষণা
Published: 18th, September 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জুলাই যোদ্ধাদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে অগ্রাধিকার পেয়েছে জুলাই আন্দোলনে আহত ও প্রথম সারিতে থাকা শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মাহফুজুর রহমান চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন।
আরো পড়ুন:
রাকসু-চাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা
চাকসুর এ স্বতন্ত্র প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে আরএম রশীদুল হক দিনার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌস নির্বাচন করবেন।
অন্যদের মধ্যে রয়েছেন- খেলাধুলা সম্পাদক পদে মো.
এছাড়া সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন (ইমন), সহ-সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে পার্থ দিবস চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মারিয়া আলম, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে হাসিবুল হোসাইন সিয়াম নির্বাচন করবেন।
কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন- পিয়াস হোসেন, সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল (সাকিব), সফিউল আলম সফি ও সাহাব উদ্দিন (শিহাব)।
ভিপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, “আমাদের এই প্যানেলটি গঠিত হয়েছে জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগ্রামী শিক্ষার্থীদের নিয়ে। জুলাই আন্দোলনে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছি। আর চাকসু নির্বাচনেও শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের প্যানেলের সদস্যরা দলীয় লেজুড়বৃত্তি থেকে দূরে থেকে কেবল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার লক্ষ্যেই এই স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন।”
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচন ঘিরে অবশেষে জমে উঠেছে ক্যাম্পাস। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র রাজনীতির মাঠ এখন সরগরম।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বতন ত র র রহম ন
এছাড়াও পড়ুন:
ঢাবি উপাচার্য-প্রক্টরসহ ৩ জনকে আইনি নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসিন হলে নিজের সিট ফিরে পাওয়াসহ তিন দফা দাবিতে উপাচার্য, প্রক্টর ও হলটির প্রাধ্যক্ষ বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন এক শিক্ষার্থী।
ওই শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আলোচিত ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল।
আরো পড়ুন:
রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উত্তাল রাতের ক্যাম্পাস
চাকসু: ৩ পদ শূন্য রেখে বামপন্থিদের ‘বৈচিত্র্যের ঐক্য’ প্যানেল ঘোষণা
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) স্বাক্ষরিত এক আইনি নোটিশে তিনি ঢাবি প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান।
জালাল আহমদ অভিযোগ করে জানান, হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের মদদে তার ওপর মব হামলাও চালানো হয়। কিন্তু তদন্ত ছাড়াই হল প্রাধ্যক্ষ তাকে বহিষ্কার করেন এবং প্রশাসন তার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করে।
এর আগে, হলের রুমমেটকে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করার ঘটনায় জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন এবং ২৭ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর গত ১১ সেপ্টেম্বর আদালত জামিন মঞ্জুর করলে কারাগার থেকে মুক্ত হন জালাল।
ওই শিক্ষার্থীর দাবিগুলো হলো— হামলার সঙ্গে জড়িতদের শাস্তি ও প্রশাসনের ক্ষমা প্রার্থনা; অবৈধভাবে বাতিল হওয়া তার বৈধ সিট ফেরত দেওয়া; বিশ্ববিদ্যালয়ের হলে বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদ করা।
ঢাকা/সৌরভ/মেহেদী