নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (বার) ভবনের ছাদ থেকে পড়ে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহতের নাম মেহেদী হাসান রিপন (৩৮)। সে ওই ভবনের ঠিকারদার ছিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ অঅক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালপাড়ার ভেতর জেলা বার ভবনে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ক্রেনের মাধ্যমে উপরে নির্মাণ সামগ্রী তোলার সময় রিপন ছাদে অবস্থান করছিলেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে যান। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান বলেন, রিপন বার ভবনের চলমান নির্মাণকাজে দায়িত্বে ছিলেন। কাজ করার সময় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে আছি।


ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ বা মামলা দায়ের করেনি।


স্থানীয় সূত্রে জানা যায়, আইনজীবী সমিতি ভবনের চলমান সংস্কার ও সম্প্রসারণ প্রকল্পে কয়েকদিন ধরে নির্মাণকাজ চলছিল। দুর্ঘটনার সময় রিপন ছাদে থেকে কাজের তদারকি করছিলেন। তবে ঠিক কী কারণে তিনি ভারসাম্য হারিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ আইনজ ব ভবন র

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া

সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা দারুল কোরআন হাফিজিয়া মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী নাসির উদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা ও নুরে ইয়াসিন নোবেল।

এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ হাসু মিয়া, আক্তার হোসেন, শাহ আলম, নাঈম, মামুন, সোহেল দেওয়ান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেনসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিলাদ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং মাদরাসার ছাত্র ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • আনিসুল ইসলাম সানির শয্যাপাশে কেন্দ্রীয় জাসাসের সদস্য সচিব রোকন
  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩নং ওয়ার্ড যুবদলের দোয়া
  • পঞ্চদশ সংশোধনী আইন পুরোটাই বাতিল হওয়া উচিত: আইনজীবী শরীফ ভূঁইয়া
  • রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকেরা দেশের দুর্যোগ মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : সজল
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দোয়া
  • বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথম জাতীয় আইন সম্মেলন অনুষ্ঠিত
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি
  • টিউলিপের বিচারপ্রক্রিয়া ও অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা
  • পুরোনো হাতিয়ার ব্যবহার করে কি নতুন গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে, প্রশ্ন সারা হোসেনের
  • সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে: প্রধান বিচারপতি