উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে বুকটক
Published: 23rd, October 2025 GMT
কথাসাহিত্যিক মনি হায়দার রচিত উপন্যাস ‘মোকাম সদরঘাট’ নিয়ে আলোচনা সভা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ আলোচনার আয়োজন করা হয়।
আরো পড়ুন:
তিন গোয়েন্দা সিরিজের স্রষ্টা রকিব হাসান মারা গেছেন
সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
আলোচনায় অংশ নিয়ে গবেষক ও প্রাবন্ধিক ফাল্গুনী তানিয়া বলেন, “বইটি আমি খুব মনোযোগ দিয়ে পড়েছি। বড় প্রেক্ষাপটের দীর্ঘ উপন্যাস লেখকের শক্তিমত্তা যেমন প্রকাশ করেছে, তৈরি করেছে নতুন আরো প্রত্যাশা। তার কাছে এমন দীর্ঘ আর শক্তিশালী লেখা পাঠক হিসেবে আমরা আরো চাই। সত্যিকার অর্থে বইয়ের পাঠ এবং দর্শন দুটোই আমাকে আনন্দ দিয়েছে।”
আলোচক সোহানুজ্জামান বলেন, “বইটির পরতে পরতে লেগে আছে এমন সব অভিজ্ঞতা যা আমরা সবসময় দেখি। কিন্তু দেখেও যেন দেখি না। সেসব অভিজ্ঞতা অম্লমধুর রস মিশিয়ে লেখক প্রকাশ করেছেন। যা পাঠককে মোহিত করে, আনন্দিত করে, সংগ্রামের শক্তি যোগায়। লেখকের কাছে এই উপন্যাসের পর প্রত্যাশার পারদ আরো বহুগুণ বেড়ে গেছে। কামনা করি তার এই বিজয়যাত্রা অব্যাহত থাকুক।”
উপন্যাসটির লেখক মনি হায়দার বলেন, “আবির হাসান আর তারিন আখতারের পথ এসে মিলিত হয়েছে ঢাকার সদরঘাটে, অজস্র যাত্রীদের পায়ের চিহ্ন ধরে হাঁটতে হাঁটতে। প্রতি দিনের হাজার হাজার মানুষের পদযাত্রায় সামিল হয়েছে শিমুল আহসান আর মিলি মাহজাবীন সেই মোকাম সদরঘাট-এ। সঙ্গে সংগ্রামমুখর অজস্র চরিত্র-সবাই ছুটছে জীবনের সন্ধানে, প্রতিষ্ঠার সোপানে ক্ষতবিক্ষত পা রাখতে। নদীপথের জীবন ও জীবিকা, যাত্রী ও লঞ্চ সম্পর্কে বাংলা ভাষায় এক অনবদ্য উপন্যাস ‘মোকাম সদরঘাট’। এছাড়া বইটি নান্দনিকরূপে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য বেঙ্গলবুকসের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক আজহার ফরহাদকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে চাই বেঙ্গলবুকস টিমকে, তাদের প্রত্যেকের শ্রমের ছোঁয়া লেগে আছে আমার উপন্যাস ‘মোকাম সদরঘাট’-এর প্রতিটি পৃষ্ঠায়।”
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব, লেখক ও অনুবাদক খায়রুল আলম সবুজ, রফিকুর রশীদ, ড.
ঢাকা/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বই ম ক ম সদরঘ ট উপন য স
এছাড়াও পড়ুন:
সিএমপির ১৬ থানার ওসি রদবদল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ১৬ থানায় ওসি পদে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
বদলি আদেশের তথ্য অনুযায়ী, নগরীর কোতোয়ালী থানার ওসি আব্দুল করিমকে পাঁচলাইশ থানায়, বাকলিয়া থানার ওসি আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায়, সদরঘাট থানার ওসি আব্দুর রহিমকে বন্দর থানায়, পাঁচলাইশের ওসি সোলায়মানকে বাকলিয়া থানায় বদলি করা হয়েছে।
আরো পড়ুন:
নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
খুলনায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়েজিদ বোস্তামি থানার ওসি জসীম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁওয় থানার ওসি জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামি থানায়, খুলশী থানার ওসি শাহীনুর আলমকে কর্ণফুলী থানায়, ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদকে চকবাজার থানায় বদলি করা হয়েছে।
হালিশহর থানার ওসি নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার ওসি আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি জামির হোসেন জিয়াকে ডবলমুরিং এবং কর্ণফুলী থানার ওসি জাহেদুল ইসলামকে খুলশী থানায় বদলি করা হয়েছে।
একই আদেশে বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী সুলতান আহসানকে হালিশহর থানায় ও ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হয়েছে।
এছাড়া, চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে সিটিএসবিতে পদায়ন করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব