না’গঞ্জের দু’টি হাসপাতালে শিল্পপতি বাবুলের ডেঙ্গু কীট বিতরণ
Published: 23rd, October 2025 GMT
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপর চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে ডেঙ্গু পরীক্ষার কীট, ডোবা পরিস্কার, মশক ওষুধ ছিটানো পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে খানপুর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসা তত্বাবধায়ক ডা.
এ সময় মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনুসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের ভেতরে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউটের ভবনে জলাবদ্ধতা নিরসনে পাম্প স্থাপন, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। পরে আবু জাফর আহাম্মেদ বাবুল হাসপাতালের চিকিৎসা সেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, আল্লাহর ইচ্ছায় ভোটারদের ভোটে আগামী দিনে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ করা এবং হৃদরোগ ইনস্টিটিউট করা। এই হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য ২ জন সেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া পরীক্ষার কিট প্রয়োজনে আরো সরবরাহ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর স ক র র পর চ ব এনপ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।