ফতুল্লায় ৮২৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৭০ হাজার টাকা জরিমানা
Published: 23rd, October 2025 GMT
ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী ১ টি প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। সে সাথে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার টি.
অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও মজুদকরণ রোধকল্পে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, মোতাবেক ফতুল্লার কাশিপুরের এসএম প্যাকেজিং নামক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী ও মজুদকারী প্রতিষ্ঠান থেকে প্রায় ৮২৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারী, মজুদকারী, প্রদর্শনকারী, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আভিযানিক কর্মকর্তারা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ উৎপ দনক র
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।