বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রার পাঁচ মাস পার হয়েছে। গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তাদের গ্রাহক সংখ্যা দুই হাজারের কম ছিল। এর মধ্যে আবাসিক গ্রাহক হাজারের বেশি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে বাংলাদেশের বাজার ধরার চেষ্টায় ছিল বিশ্বের অন্যতম শীর্ষ এই প্রযুক্তিপ্রতিষ্ঠান। সে সময় পরীক্ষামূলক কিছু কাজও হয়। এটি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান।

গত বছর ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করতে বলেছিলেন। সে অনুযায়ী গত ২০ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংক যাত্রা শুরু করে।

প্রযুক্তিভিত্তিক অলাভজনক গণমাধ্যম রেস্ট অব ওয়ার্ল্ডের তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টির বেশি দেশে স্টারলিংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে স্টারলিংক আনুষ্ঠানিকভাবে প্রথম তাদের কার্যক্রম শুরু করে। আফ্রিকার ২০টির বেশি দেশে স্টারলিংক রয়েছে। কেনিয়াতে স্টারলিংক চালু হয় ২০২৩ সালের জুলাই মাসে। ২০ মাসে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রাহক সংখ্যা ছিল ১৭ হাজার ৬৬। অন্যদিকে নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে স্টারলিংকের সক্রিয় গ্রাহক ছিল সাড়ে ৫৯ হাজারের বেশি। দেশটিতে স্টারলিংকের যাত্রা শুরু হয় ২০২৩ সালের জানুয়ারিতে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ মাসিক নিয়মিত সভায় অন্যান্য বিষয়ের মধ্যে স্টারলিংকের গ্রাহক সংখ্যা, কার্যক্রমসহ নানা দিক উঠে আসে।

কমিশন সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর কমিশনের ওই বৈঠকে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্টারলিংকের গ্রাহক সংখ্যা ১ হাজার ৮৬২। এর মধ্যে আবাসিক গ্রাহক ১ হাজার ২৫১ জন।

স্টারলিংক কালিয়াকৈরে দুটি, যশোর ও রাজশাহীতে একটি করে গেটওয়ে স্থাপন করেছে। এ ছাড়া সৈয়দপুর, কক্সবাজার, সিলেট ও কুমিল্লায় গেটওয়ে স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্টারলিংক আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে ৮০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিয়েছে, যার মধ্যে ৩০ জিবিপিএস ব্যবহৃত হচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘স্টারলিংক যেসব সুযোগ–সুবিধা নিয়ে এসেছে, সে তুলনায় গ্রাহক বেশি না।’

স্টারলিংক নিয়ে আরও আলোচনা

রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর নন-জিওস্টেশনারি অরবিট (এনজিএসও) গাইডলাইনের অন্যতম শর্ত ছিল আইনানুগ আড়ি পাতার সুযোগ থাকতে হবে। দেশের সব টেলিযোগাযোগ সেবাদাতাদের এই শর্ত মেনে চলতে হয়। স্টারলিংকও সে শর্ত মেনে বাংলাদেশে এসেছে।

বিটিআরসির সর্বশেষ কমিশন সভায় আলোচনায় বলা হয়, এই আইনানুগ আড়ি পাতা নিয়ম মেনে চলার জন্য সংশ্লিষ্ট সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) স্টারলিংক যে ব্যবস্থা (টুল) সরবরাহ করেছে, তা আশানুরূপ কাজ করছে না। বিষয়টি নিয়ে এনটিএমসির সঙ্গে স্টারলিংকের আলোচনা চলছে।

স্টারলিংক স্থাপিত আর্থ স্টেশন এবং দেশীয় আইআইজি অপারেটরের মাধ্যমে বাংলাদেশি গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদান হচ্ছে কি না, তা নিশ্চিত করা ও পর্যবেক্ষণের জন্য বিটিআরসি গত মাসে টুল সরবরাহের জন্য স্টারলিংককে অনুরোধ করে। এর জবাবে স্টারলিংক বিটিআরসিকেও এনটিএমসির মতো একই টুল সরবরাহ করতে পারবে বলে জানায়। তবে বিটিআরসি বলছে, এনটিএমসি ও কমিশন যে উদ্দেশ্যে স্টারলিংকের কাছে মনিটরিং টুল চেয়েছে, তা পূরণ হচ্ছে না বলে মনে করছে সংস্থা দুটি।

বিটিআরসি আরও বলেছে, স্টারলিংকের যেসব বিদেশি গ্রাহক (রোমিং) বাংলাদেশে অবস্থান করছে, তাদেরকে গাইডলাইনের নির্দেশনা অনুযায়ী স্থাপিত গাউন্ড স্টেশন বা পপের মাধ্যমে সেবা প্রদান করার বিষয়টি নিশ্চিত হচ্ছে না, যা স্টারলিংকের কাছ থেকে স্পষ্ট হওয়া প্রয়োজন।

স্টারলিংক বাংলাদেশ থেকে প্রতিবেশী দেশগুলোতে ব্যান্ডউইডথ নিতে চায়। তারা বাণিজ্যিকভাবে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) ও আনফিল্টারড আইপি (নিয়ন্ত্রণহীন ইন্টারনেট সংযোগ) ব্যবহারের অনুমোদন চেয়ে গত আগস্টে বিটিআরসিকে চিঠি দেয়।

এ বিষয়ে বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে বলা হয়, বাণিজ্যিকভাবে আইপিএলসি ব্যবহার ও বিদেশি গ্রাহককে সেবা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশি অপারেটর থেকে আনফিল্টারড আইপি সেবাসংক্রান্ত বিষয় গাইডলাইনে নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র হক স খ য এনট এমস র গ র হক ব ট আরস

এছাড়াও পড়ুন:

বাণিজ্যযুদ্ধে যেভাবে জিতে যাচ্ছে চীন

মার্কিন–চীন বাণিজ্যযুদ্ধ আপাতত শেষ হওয়ার লক্ষণ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বিরোধ কমিয়ে আনার চেষ্টা করছেন। তার ফল এখনো সেভাবে মিলছে না বা চীন সেভাবে সাড়া দিচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে মনে হচ্ছে, এই বাণিজ্যযুদ্ধে চীন জিতে যাচ্ছে।

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেনর্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের আগ্রহেই এ বৈঠক হয়েছে। বৈঠকে বাণিজ্যসহ নানা বিষয়ে আলোচনার পর ট্রাম্প চীনা পণ্যের ওপর আরোপিত শুল্ক ১০ শতাংশীয় পয়েন্ট কমাতে সম্মত হন। বিনিময়ে বেইজিং যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। তবে এখনো চীনা পণ্যের ক্ষেত্রে কার্যকর গড় শুল্কহার ৪৭ শতাংশ। খবর সিএনএনের

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বাণিজ্যযুদ্ধ নতুন কিছু নয়। সেই প্রথম জমানাতেই ট্রাম্প এই যুদ্ধ শুরু করেন। তাতে চীনের প্রবৃদ্ধির গতি কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুল্ক আরোপের পর থেকে চীনের অবস্থা কেমন? চলুন, তথ্য–উপাত্ত দেখে নেওয়া যাক।

বাস্তবতা হচ্ছে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমতির দিকে ছিল। গত কয়েক মাসে সেই পতন আরও তীব্র হয়েছে। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩ বিলিয়ন বা ৩ হাজার ৪৩০ কোটি ডলার, গত বছরের একই মাসে যা ছিল ৪৭ বিলিয়ন বা ৪ হাজার ৭০০ কোটি ডলার। অর্থাৎ রপ্তানি কমেছে প্রায় ২৭ শতাংশ।

কিন্তু চীন অন্যভাবে সেই ক্ষতি পুষিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমে গেলেও চলতি বছর চীনের মোট রপ্তানি বেড়েছে ৬ দশশিক ১ শতাংশ। সেপ্টেম্বর মাসেও আগের বছরের একই সময়ে তুলনায় রপ্তানি বেড়েছে প্রায় ৮ দশশিক ৩ শতাংশ। কেননা, অন্যান্য বাজারে চীনা পণ্যের চাহিদা দ্রুত বেড়েছে। চীন এখন শুধু রপ্তানির ক্ষেত্রেই বৈচিত্র্য আনছে না, বরং আমদানিতেও নতুন উৎস খুঁজছে—আমেরিকান পণ্যের বিকল্প হিসেবে অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি বাড়াচ্ছে দেশটি।

মার্কিন–চীন বাণিজ্য আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সয়াবিন। দুই দেশের বাণিজ্য আলোচনায় এই সয়াবিনের বড় ভূমিকা আছে। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি ধারাবাহিকভাবে কমছে। এমনকি সেপ্টেম্বরে চীন যুক্তরাষ্ট্র থেকে এক দানা সয়াবিনও আমদানি করেনি—অনেক বছরের মধ্যে এই প্রথম। এর বদলে দেশটি ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন আমদানি বাড়িয়েছে।

সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা সরকার সাময়িকভাবে সয়াবিন রপ্তানির ওপর শুল্ক স্থগিত করে। সেই সুযোগে চীন দক্ষিণ আমেরিকার এই দেশ থেকে প্রায় ১২ লাখ মেট্রিক টন সয়াবিন কেনে।

সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগেই গত সপ্তাহে বিশ্ববাজারে সয়াবিনের দামের সূচক হিসেবে ব্যবহৃত শিকাগো সয়াবিন ফিউচারসের সূচক বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দুই নেতার বৈঠকের পর চীন অবশ্য আবার সয়াবিন কেনার অঙ্গীকার করেছে। সিদ্ধান্ত হয়েছে, চীন এ মৌসুমে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন সয়াবিন কিনবে। সেই সঙ্গে আগামী তিন বছর গড়ে প্রতিবছর তারা ২ কোটি ৫০ লাখ মেট্রিক টন করে সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

গরুর মাংস যুক্তরাষ্ট্রের অন্যতম রপ্তানি পণ্য। এত দিন চীন ছিল যুক্তরাষ্ট্রের গরুর মাংসের তৃতীয় বৃহত্তম ক্রেতা। কিন্তু সম্প্রতি চীন যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানি কমিয়েছে। পরিমাণটাও উল্লেখযোগ্য।

যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত চীন প্রায় ৪৮১ মিলিয়ন বা ৪৮ কোটি ১০ লাখ ডলারের গরুর মাংস আমদানি করেছে। কিন্তু এই সময় যুক্তরাষ্ট্র যত গরুর মাংস রপ্তানি করেছে, এটি তার মাত্র ৮ শতাংশ। গত বছরের একই সময়ে এই হার ছিল ১৫ শতাংশ, অর্থাৎ চীনের আমদানি কমেছে প্রায় ৪৭ শতাংশ।

সয়াবিনের মতো এখানেও চীন বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গরুর মাংস আমদানির চুক্তি নবায়ন না হওয়ায় দেশটি অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে গরুর মাংস কেনা বৃদ্ধি করেছে।

যুক্তরাষ্ট্র থেকে চীনের গরুর মাংস আমদানি ক্রমেই কমছে। চীনের শুল্ক প্রশাসনের সাম্প্রতিক তথ্য বলছে, সেপ্টেম্বরে দেশটি যুক্তরাষ্ট্র থেকে মাত্র ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ ডলারের গরুর মাংস আমদানি করেছে; গত বছরের একই মাসে এই পরিমাণ ছিল ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৯০ শতাংশ কমেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের সমাপ্তি কবে হবে, তা কেউ বলতে পারে না। ট্রাম্প প্রশাসন সাময়িকভাবে কিছু ছাড় দিলেও চীনের প্রতিক্রিয়া কৌশলগতভাবে অনেক বেশি পরিণত ও দূরদর্শী। বেইজিং শুধু আমেরিকান পণ্যের ওপর নির্ভরশীলতা কমায়নি, বরং বিকল্প বাণিজ্য অংশীদার তৈরি করে বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করছে। ফলে বাণিজ্যযুদ্ধের কৌশলের দিক থেকে চীনই যে এগিয়ে, তা বলার অপেক্ষা রাখে না।

সম্পর্কিত নিবন্ধ