বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের  নাগরিকরা  সবচেয়ে বেশি বই পড়েন। তারা বছরে গড়ে প্রায় ১৭টি বই পড়েন। অন্যদিকে, যদি বই পড়ার পেছনে ব্যয় করা সময়ের হিসাবে দেখা হয়, তাহলেও 
মার্কিন  নাগরিকরা এগিয়ে। তারা প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৭ ঘণ্টা সময় নিয়ে শীর্ষে রয়েছেন। এই হিসাবে তাদের ঠিক পরেই আছে  ভারত।  যেখানে একজন ব্যক্তি সপ্তাহে প্রায় ৭ ঘণ্টা (৫ মিনিট কম) বই পড়েন।

আমেরিকানরা ই-বুক বা অডিও বইয়ের চেয়ে বেশি মুদ্রিত বই পড়ে। আমেরিকানদের বই পড়ার প্রবণতা দিন দিন আরও উল্লেখযোগ্য হারে বাড়ছে। 

আরো পড়ুন:

প্রস্থেটিক মেকআপ আর্টে সোনালী মিতুয়ার নীরব উত্থান

একা বাস করতে পারে যে পাখি

গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের পর থেকে মানুষ ডিজিটাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়ার দিকে বেশি ঝুঁকতে শুরু করেছে। সমানভাবে মুদ্রিত এবং মিডিয়ার মিশ্রণ এবং কেবল প্রিন্ট বই পড়ার মধ্যে ভাগ করা হয়েছে।

সর্বকালের সর্বাধিক পঠিত বইয়ের তালিকায় বাইবেল এক নম্বরে এবং কুরআন দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া সর্বাধিক পঠিত বইয়ের মধ্যে হ্যারি পটার সিরিজ, কালেকশনন্স অব কোট ফ্রম দ্য কোটেশন্স ফ্রম চেয়ারম্যান মাও সে তুং, লর্ড অফ দ্য রিংস ইত্যাদি।

জরিপে অন্তর্ভূক্ত ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের ৯৭তম স্থানে আছে। বাংলাদেশের পরের সারিতে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, ব্রুনাই এবং আফগানিস্তান।

উল্লেখ্য, কিছু জরিপে দেখানো হয়েছে বই পড়ায় সবচেয়ে বেশি সময় ব্যয় করে ভারতীয়রা। 

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খুলনায় ২২ বোতল মাদকসহ যুবক আটক

খুলনায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল বিশেষ ধরনের মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। 

রবিবার (২ নভেম্বর) কেএমপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন নুরনগর মেইন রোড সংলগ্ন জনৈক আকবর মুন্সির বাড়িতে অভিযান চালায়। 

এসময় ওই বাড়ির ভাড়াটিয়া মো. আবুল কালাম সরদারের (৩৫) ঘরের খাটের নিচ থেকে ২২ বোতল কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. আবুল কালাম সরদারকে আটক করা হয়। সে বরিশালের নলছিটি উপজেলার ভাঙ্গা দেওলা গ্রামের মৃত আমির আলী সরদারের পুত্র। 

কেএমপির মিডিয়া সেলের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মেদ বলেন, “আটককৃত আবুল কালাম সরদার নগরীর নুরনগর মেইন রোড এলাকার মো. আকবর মুন্সির বাড়িতে ভাড়াটিয়া থেকে দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য কোডিন ফসফেট যুক্ত উইন কোরেক্স ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ