রাজবাড়ীতে ২৬ কেজির পাঙাশ ৬৮ হাজার টাকায় বিক্রি
Published: 2nd, November 2025 GMT
রাজবাড়ীতে প্রায় ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ নিলামে ৬৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে এক ব্যবসায়ী মাছটি কেনেন।
এর আগে আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বারপাড়ার কলাবাগান এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের মাছ বাজারে আড়তদার হালিম সরদারের আড়তে নিলামে তোলা হলে ব্যবসায়ী শাহজাহান শেখ ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল শনিবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান দৌলতদিয়া ফকিরপাড়ার জেলে সোনাই হালদার ও তাঁর দল। রাত গড়িয়ে ভোর হলেও জালে বড় কোনো মাছ না পড়ায় তাঁরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণ পর জালে ঝাঁকি দিতেই তাঁরা বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল গুটিয়ে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি পাঙাশ। পরে আজ ভোরের আলো ফোটার আগেই জেলেরা মাছটি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারে। মাছটির ওজন প্রায় ২৬ কেজি ২০০ গ্রাম। বিক্রির জন্য সেটি তোলা হয় হালিম সরদারের আড়তে। সেখানে নিলামে ৬৮ হাজার ১২০ টাকায় মাছটি বিক্রি হয়।
আরও পড়ুনরাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়৩১ অক্টোবর ২০২৫ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে ৬৮ হাজার ১২০ টাকায় পাঙাশটি কিনেছি। এখন বিক্রির জন্য নিজের আড়তে এনে রেখেছি। কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করব।’
আরও পড়ুনপদ্মার এক ঢাঁই মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি২৯ সেপ্টেম্বর ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ