মাটি সরে ক্ষতিগ্রস্ত সেতু, ঝুঁকিতে ৩০ হাজার মানুষের চলাচল
Published: 2nd, November 2025 GMT
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার মহাদেও নদীর ওপর নির্মিত একটি সেতুর দুই পাশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে ৩০ হাজার মানুষকে। ২৭ বছর আগে নল্লাপাড়া এলাকায় নির্মিত নল্লাপাড়া সেতুটি কলমাকান্দা উপজেলা সদর ও রংছাতি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম।
এলাকাবাসী জানান, সুনামগঞ্জের তাহেরপুর, মধ্যনগর ও নেত্রকোণার সীমান্তবর্তী পাঁচগাঁও, মহেশখলা এলাকার মানুষজন এই সেতুর ওপর নির্ভরশীল। প্রতিদিন ১৫ থেকে ২০টি দূরপাল্লার বাস, শতাধিক ছোট যানবাহন এই সেতু ব্যবহার করে।
আরো পড়ুন:
সাঁকো বিড়ম্বনার ৪০ বছর
৩১ বছরের পুরানো সেতু এখন গলার কাঁটা
সরেজমিনে দেখা যায়, সেতুর পশ্চিম প্রান্তের মাটি নদীতে ভেসে গিয়ে প্রায় ১৫ থেকে ২০ ফুট লম্বা গর্তের সৃষ্টি হয়েছে। এখন কেবল ওপরের স্ল্যাবটি টিকে রয়েছে। যে কোনো সময় সেটি ভেঙে নদীতে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। সেতুর উত্তর দিকের অবস্থাও একই রকম ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
স্থানীয় ব্যাংকার হোসেন আহম্মেদ বলেন, “প্রতিবার বর্ষায় নদীর তীব্র স্রোতে সেতুর দুই পাশের মাটি ধসে যায়। তখন বড় গর্ত হয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।”
রংছাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো.
কলমাকান্দা উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মমিনুল ইসলাম বলেন, “সেতুর দুই পাশে সতর্কতামূলক সাইনবোর্ড বসানো হয়েছে। এছাড়া অস্থায়ীভাবে স্ল্যাব দিয়ে চলাচল সচল রাখা হয়েছে। খুব শিগগিরই পাশে বিকল্প একটি ডাইভারশন রাস্তা তৈরি করা হবে।”
নেত্রকোনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, “ঝুঁকিপূর্ণ এ সেতুর পরিবর্তে ৫২ মিটার দীর্ঘ একটি নতুন সেতুর নকশা অনুমোদিত হয়েছে। প্রকল্প প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে।”
ঢাকা/ইবাদ/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ