নাইজেরিয়ায় হামলার হুমকি ট্রাম্পের
Published: 2nd, November 2025 GMT
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। খবর আলজাজিরার।
শনিবার (১ নভেম্বর) ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “নাইজেরিয়ার সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে।”
আরো পড়ুন:
কানাডার সঙ্গে আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের
ইডিএস মাস্টার্স ফেলোশিপ পেলেন ঢাবি শিক্ষার্থী
তিনি আরো বলেন, “আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করবো- ‘বন্দুক গর্জে উঠবে’, যাতে ইসলামী সন্ত্রাসীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায়, যারা এসব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে।” তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে ‘নৃশংসতা’ বলছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি।
ট্রাম্প লিখেছেন, “আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছি। যদি আমরা হামলা চালাই, তা হবে দ্রুত, নির্মম এবং মধুর- যেমনভাবে ওই সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। সতর্কবার্তা: নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নিক!’
নাইজেরিয়া সরকার এখনো ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এর একদিন আগে ট্রাম্প জানান, আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী ও সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘বিশেষ উদ্বেগের দেশ’ তালিকায় যুক্ত করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থি রাজনীতিক ও প্রভাবশালী কিছু মহল দাবি করে আসছে, নাইজেরিয়ার সহিংস ঘটনাগুলো মূলত ‘খ্রিস্টান গণহত্যা’ অভিযানের অংশ।
মানবাধিকার সংগঠনগুলো নাইজেরিয়ার সরকারকে দেশটিতে অস্থিরতা মোকাবিলায় আরো বেশি কিছু করার আহ্বান জানিয়েছে। দেশটির কিছু অঞ্চলে বোকো হারাম ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো ভয়াবহ সহিংসা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞরা ট্রাম্পের ‘খ্রিস্টান গণগত্যা’ দাবির সঙ্গে একমত হননি।
ওয়াশিংটন ডিসি-ভিত্তিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের আফ্রিকা স্টাডিজের সিনিয়র ফেলো এবেনেজার ওবাদারের মতে, বোকো হারামের প্রতি নাইজেরিয়ান সরকারের দুর্বল পদক্ষেপ চিহ্নিত করার ক্ষেত্রে ট্রাম্প সঠিক।
ওবাদারে বলেন, নাইজেরিয়ায় যারা নিপীড়নের মুখোমুখি হচ্ছেন তাদের মধ্যে “শুধু খ্রিস্টান নয়.
“এখনই সেই মুহূর্ত যখন নাইজেরিয়ার সাহায্যের প্রয়োজন, বিশেষ করে সামরিক সহায়তা”, ওবাদারে বলেন। তার মতে, “ভুল কাজ হলো নাইজেরিয়া আক্রমণ করা এবং নাইজেরিয়ার সরকারের কর্তৃপক্ষ বা কর্তৃত্বকে অগ্রাহ্য করা। এটি করা হিতে বিপরীত হবে।”
ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টা আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এক বিবৃতিতে জানান, তার সরকার ‘ধর্ম ও অঞ্চলের নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করে চলেছে’।
টিনুবু বলেন, “নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু হিসাবে চিহ্নিত করা আমাদের জাতীয় বাস্তবতাকে প্রতিফলিত করে না এবং এটি সমস্ত নাইজেরিয়ানদের জন্য ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিক এবং আন্তরিক প্রচেষ্টাকেও বিবেচনা করে না।”
বিবৃতিতে আরো বলা হয়, “নাইজেরিয়া ধর্মীয় নিপীড়নের বিরোধিতা করে এবং এটিকে উৎসাহিত করে না। নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে সব ধর্মের নাগরিকদের সুরক্ষার জন্য সাংবিধানিক গ্যারান্টি রয়েছে।”
“আমাদের প্রশাসন সব ধর্মের সম্প্রদায়ের সুরক্ষার বিষয়ে বোঝাপড়া এবং সহযোগিতা গভীর করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিমিবি এবিয়েনফা তার দেশের সকল নাগরিককে রক্ষা করার প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন।
এবিয়েনফা শনিবার এক বিবৃতিতে বলেন, “নাইজেরিয়ার ফেডারেল সরকার জাতি বা ধর্ম নির্বিশেষে সব নাগরিককে রক্ষা করে চলবে।”
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র য ক তর ষ ট র ন ইজ র য র সরক র আম দ র র জন য
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ