শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা যুবক উদ্ধার
Published: 2nd, November 2025 GMT
জেলার পাইকগাছায় শিবসা নদীর চর থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় রিপন মাখাল নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) ভোর ৬টার দিকে জেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ জীবিত অবস্থায় তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ের হাঁটুর নিচে রশি দিয়ে বাঁধা ছিল।
উদ্ধার হওয়া রিপন মাখাল পৌর সভার ৭ নং ওয়ার্ডের খ্রিস্টান পাড়ার মিখাইল মাখালের পুত্র। তার গায়ে গেঞ্জি ও জিন্স প্যান্ট পরিহিত ছিল।
রিপনের বাবা মিখাইল মাখাল জানান, জিরো পয়েন্টের বাসস্ট্যান্ড সংলগ্ন রিপনের একটি সেলুনের ঘর আছে। সেটিকে কেন্দ্র করে রিপনের সাথে তার চাচাতো ভাই রকি মাখাল ও তার শ্বশুর অগাষ্টিন সরকারের কয়েক দিন ধরে ঝগড়া বিবাদ লেগেই আছে। তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিরাপদ সরকার জানান, রিপন এখন সুস্থ আছেন। তবে, তার জ্ঞান ফিরতে সময় লাগবে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার এস আই রিয়াদ মাহমুদ জানান, এ বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।
ঢাকা/নুরুজ্জামান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আন্দোলনে রাজধানীতে ‘অনাকাঙ্ক্ষিত’ যানজট, ডিএমপির দুঃখপ্রকাশ
বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রাজধানী ঢাকার সড়কগুলো অবরোধ করে যে আন্দোলন হচ্ছে, তাতে যানজট বাড়ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় ডিএমপি।
আরো পড়ুন:
খেতুরে এবার ব্যাপক দর্শনার্থী সমাগম, দীর্ঘ যানজট
যানজটে আটকা পড়লেন সড়ক উপদেষ্টা
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এমপিও ভুক্তির দাবিতে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিও ভুক্তকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান করছে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ প্রদানের জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে। যার ফলে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না।”
“শত বাধা ও প্রতিকূলতার মধ্যেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথাপি অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে যে জনভোগান্তি তৈরি হয়েছে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিকভাবে দুঃখিত।”
ঢাকা/মাকসুদ/সাইফ