ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

কোন সালের জন্য পুরস্কার —

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

পুরস্কার মল্যমান কত —

১.

পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।

২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ —

আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে জমা দিতে—

আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

দরকারি তথ্য—

১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।

২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।

৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।

৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।

৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।

৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।

৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।

৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।

# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুলকে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুল হক (৩০) কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন (২৮) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা পৌনে ১২ টায় র‌্যাব-১১’র সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

একই দিন দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে অপস্ অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত মামুন ওরফে প্রিন্স মামুন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া এলাকার কমাল মজুমদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত মঙ্গলবার ২৮ অক্টোবর বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় মো. মমিনুর নামে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়। তারই প্রেক্ষিতে আজ বেলা পৌনে ১২টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত অটো চালক মমিনুল হক পরিবার নিয়ে ফতুল্লার উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। প্রতিদিন সকাল ৮ টায় বাসা থেকে অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যেতেন এবং রাত ১০ টায় অটোরিক্সা গ্যারেজে জমা দিয়ে নিজ বাসায় ফিরে আসতেন।

ঘটনার দিন সকাল ৮ টায় নিজ বাসা থেকে বের হয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতে যান। ওই দিন দুপুর  ১২ টার দিকে উক্ত গ্যারেজে অটো চার্জে দেন। পরবর্তীতে অপর অটোরিক্সা চালক মো: সবুজ (২১) এর সাথে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্টের পাশে যান।

এসময় পূর্ব-শত্রুতার জেরে মামুনসহ অন্যান্য আসামিরা মমিনুল হক এবং তার সঙ্গীয় অটোরিক্সা চালাক সবুজকে কথা আছে বলে পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের চিপা গলির ভিতর নিয়ে যায়। চিপা গলিতে নিয়ে আসামিদের হাতে থাকা দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে দুই জনকে ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবী করে।

দুই জন টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা মারধরসহ হত্যার হুমকী প্রদান করে। একপর্যায়ে আসামি মামুনসহ সকল আসামিরা টাকা না পেয়ে তাদেরকে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমদের নিকট নগদ টাকা না থাকায় আসামীরা মারধর করে ছেড়ে দিলে ভিকটিম মমিনুল হক মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে চলে আসেন।

গ্যারেজে আসার পর তিনি হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরেন। গ্যারেজে থাকা অন্যান্য অটোরিক্সা চালকেরা তাকে অসুস্থ দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলে অসুস্থার কারণে বেশি কথা বলতে পারেন নাই। শুধু বলেন তাকে নিজ বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য।

তখন চার জন অটো চালক একটি অটোরিক্সাতে করে মমিনুরকে নিজ বাসায় নিয়ে আসার সময় পথিমধ্যে উত্তর নরসিংপুর স্কুলের সামনে অটোরিক্সার মধ্যে সে মৃত্যুবরণ করে। তাৎক্ষনিক ভাবে তারা একটি স্থানীয় ফার্মেসীতে নিয়া গেলে ফার্মেসীতে থাকা পল্লী চিকিৎসক পালস চেক করে সে মৃত্যুবরন করেছে বলে জানায়।

পরবর্তীতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ১০০ কোটির সম্পদ, স্বামীর প্রতারণা, ৪৭ বছর বয়সেই মারা যান এই নায়িকা
  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ২৭
  • তানজানিয়ায় ‘সহিংস’ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী সামিয়া
  • পিআইবিতে ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৩৮
  • শিল্পের আয়নায় অতীতের ছবি
  • গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাইযোদ্ধার
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগ, পদ ৩২টি
  • ৪৭তম বিসিএসে প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ
  • ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুলকে পিটিয়ে হত্যা, মূলহোতা গ্রেপ্তার