একই দিনে বাবা-ছেলের গোল, ফিরল রোনালদোর ২২ বছরের পুরোনো স্মৃতি
Published: 2nd, November 2025 GMT
১ নভেম্বর দিনটি ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশেষ কিছু। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের উজ্জ্বলতম অধ্যায়ের শুরুটা ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেডে, সে দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন ২০০৩ সালের এই দিনেই।
২২ বছর পর সেই একই দিন ক্রিস্টিয়ানোর রোনালদোর জন্য ফিরে এসেছে আরও আনন্দময় হয়ে। এবার ১ নভেম্বর পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম গোল করেছে ক্রিস্টিয়ানোর ছেলে রোনালদো জুনিয়র। শুধু ছেলেই নয়, একই দিন মাঠে নেমে গোল করেছেন বাবা রোনালদো নিজেও।
ক্রিস্টিয়ানোর বড় সন্তান রোনালদো জুনিয়রের পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছে তিন দিন আগেই। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের সেই ম্যাচে তাকে নামানো হয়েছিল শেষ দিকে বদলি হিসেবে। গতকাল একই টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে অবশ্য প্রথমার্ধেই নামার সুযোগ পেয়েছে রোনালদো জুনিয়র। ৪২ মিনিটে তার গোলেই ম্যাচে এগিয়ে যায় পর্তুগাল অনূর্ধ্ব-১৬। সতীর্থ কার্লোস মইতার পাস থেকে বল পেয়ে ডান পায়ের নিচু শটে বল জালে পাঠায় রোনালদো জুনিয়র। ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জিতেছে।
আল নাসরের বয়সভিত্তিক দলে খেলা ফরোয়ার্ড হিসেবে খেলা রোনালদো জুনিয়রের গোলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এর সঙ্গে তার বাবার ফিনিশিংয়ের মিল খুঁজে পাওয়ার কথা লিখেছেন। ছেলের গোলে বাবা রোনালদোও যে ভীষণ খুশি, সেটি তাঁর ইনস্টাগ্রামে প্রতিক্রিয়াতেই বোঝা গেছে। রোনালদো জুনিয়রের গোলের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন রোনালদো। ভিডিওতে তিনটি আগুনের ইমোজি জুড়ে দেওয়া।
তুরস্কের মাটিতে ওয়েলস-পর্তুগাল ম্যাচের ছয় ঘণ্টার বেশি সময় পর সৌদি আরবে আল নাসরের হয়ে খেলতে নামেন রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচটিতে আল ফেইহার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করেন রোনালদো। পরে ১-১ সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের ১৫তম মিনিটে (১০৫) রোনালদোর পেনাল্টি গোলে জয় পায় আল নাসর। এ জয়ে প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে রোনালদোর দল। আর হাজার গোলের মাইলফলকের দিকে ছোটা এই পর্তুগিজ তারকার ক্যারিয়ার গোসংখ্যা দাঁড়িয়েছে ৯৫২-তে।
তবে ব্যক্তিগত গোল ছাপিয়েও রোনালদো হয়তো কাকতালীয় এক মিলের কারণেই বেশি আনন্দিত। ২২ বছর আগে ইউনাইটেডের জার্সিতে পোস্টমাউথের বিপক্ষে প্রথম গোল করেছিলেন, একই দিনে তাঁর ছেলে পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে করল প্রথম গোল—রোনালদোর আনন্দ যে বেশিই হওয়ার কথা।
আরও পড়ুনআন্তর্জাতিক ফুটবলে মেসি–রোনালদো সবচেয়ে বেশি গোল করেছেন কোন দেশের বিপক্ষে১৮ অক্টোবর ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম গ ল গ ল কর ছ একই দ ন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে রবিবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
আরো পড়ুন:
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
শরীয়তপুরে দু’পক্ষের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ
কর্মসূচিআর মধ্যে রয়েছে, ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ দিন সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় প্রতাকা উত্তোলন করা হবে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর সকাল ১০ টায় দলের জাতীয় নেতাসহ সব পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালী হবে। ঐ দিন সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি হবে।
এছাড়া দিবসটি উপলক্ষে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
এছাড়া শ্রমিক দল-৫ নভেম্বর-আলোচনা সভা, ছাত্রদল-৮ নভেম্বর-আলোচনা সভা (৭ ও ৮ নভেম্বর টিএসসি-তে আলোকচিত্র প্রদর্শনী), ওলামা দল-৯ নভেম্বর-এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, তাঁতী দল-১০ নভেম্বর-আলোচনা সভা, কৃষকদল-১১ নভেম্বর-আলোচনা সভা, জাসাস-১৩ নভেম্বর-শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ১২ নভেম্বর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা, ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডকুমেন্টরি (ভিডিও, স্থিরচিত্র) ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়াসহ ফেসবুক, ইউটিউব, অনলাইনে প্রকাশ করা হবে। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি