মাদারীপুরে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের পর দীপ্তিকে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।

রবিবার (২ নভেম্বর) মাদারীপুর সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন:

গাইবান্ধায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিহত দীপ্তি মণ্ডল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী। তাপস স্থানীয় আদালতে মুহুরি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার জানায়, বিয়ের পর থেকেই দীপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত তাপস ও শ্বশুর বাড়ির সদস্যরা। শনিবার বিকেলে নির্যাতনের পর পরিকল্পিতভাবে দীপ্তিকে হত্যা করে পালিয়ে যায় তারা।

নিহতের বাবা প্রদীপ মণ্ডল বলেন, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। যৌতুক না দেওয়ায় প্রায়ই পারিবারিক কলহ হতো। শনিবার তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর ঘরের দরজা বন্ধ করে তাপস ও তার মা পালিয়ে যান। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, “নিহতের পরিবার অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।”

ঢাকা/বেলাল/মাসুদ

.