হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত
Published: 2nd, November 2025 GMT
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত বহুতল ভবন বরাদ্দের অভাবে দীর্ঘদিনেও চালু না হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তহবিল গঠন করে স্বাস্থ্য বিভাগ। সেই তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
আরো পড়ুন:
চট্টগ্রামে ৪৫১ নারীর মধ্যে ১২ জনের স্তন ক্যান্সার শনাক্ত: মেয়র
বিএমইউ বহির্বিভাগে ডাক্তার দেখাতে অনলাইন সেবা চালু
মাওলানা আব্দুল হালিম বলেন, “খাদ্য সমস্যা সমাধান, শিক্ষা এবং দেশের স্বার্থে দলমত দেখা ঠিক নয়। হাসপাতাল চালু করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের এই অনুদান শুধু দলের পরিচিতির জন্য না, এটা মানবিক কাজ।”
তিনি বলেন, “বাংলাদেশ আমাদের গর্বের। এই দেশ গড়তে আমরা দল-ধর্ম নির্বিশেষে সবাই মিলে কাজ করব। চিকিৎসা, শিক্ষা, দেশের সার্বভৌমত্ব- এসব ক্ষেত্রে আমরা দল এবং ধর্মের পরিচয়ে কাজ করব না। আমরা দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করব। ভালো কাজ করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সে হিসেবে সবে মানুষের কল্যাণে কাজ করা আমাদের অন্যতম দায়িত্ব।”
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, “দীর্ঘদিন ধরেই হাসপাতালটির নতুন ভবন চালুর দাবি জানাচ্ছেন স্থানীয়রা। যেহেতু, বরাদ্দ সময় সাপেক্ষ ব্যাপার, তাই দ্রুত চালুর জন্য আমরা তহবিল গঠনের উদ্যোগ নেই এবং এতে ব্যাপক সাড়া পাই। আজকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০ লাখ টাকা তহাবিলে দেওয়া হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ।”
সিভিল সার্জন ডা.
মাওলানা আব্দুল হালিম দলের দলের নেতাদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন দুটোই হতে হবে। একটি হবে, একটি হবে না এটা আমরা মানব না।”
মাওলানা আব্দুল হলিম বলেন, “কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে, এটাই স্বাভাবিক। আমরা আটটি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করছি।”
এ সময় উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।
ঢাকা/নাঈম/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র র জন য ক জ কর অন দ ন গণভ ট তহব ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট