আগামী বছর জাতীয় সংসদ নির্বাচনের পর তাবলিগ জামাতের দুই পক্ষের আলাদা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.

জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন-গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা জানান, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বেশি থাকায় এত বড় সমাবেশ আয়োজন করা বাস্তবসম্মত নয়। তাই ইজতেমা নির্বাচনের পরেই হবে।

আমরা দুই পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। নির্বাচন সামনে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়েই ব্যস্ত থাকবে। তাই সিদ্ধান্ত হয়েছে, বিশ্ব ইজতেমা নির্বাচনের পর অনুষ্ঠিত হবে, বলেন খালিদ হোসেন।

তিনি আরও জানান, ইজতেমা নির্বাচনের পর সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি অনুযায়ী পরবর্তী বৈঠকে তারিখ নির্ধারণ করা হবে।

যদি ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচন হয়, তবে রমজানের আগে ইজতেমা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রমজানের পর আয়োজন করা হতে পারে, বলেন তিনি।

দুই পক্ষের ইজতেমা একসঙ্গে হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে আয়োজনের সুযোগ নেই। উভয় পক্ষই আলাদা আলাদাভাবে ইজতেমা করবে।

নির্বাচনের আগে এত বড় একটি আন্তর্জাতিক সমাবেশের ঝুঁকি নেওয়া সমীচীন নয়— সরকার এমনটাই মনে করেছে। দুই পক্ষও এ বিষয়ে একমত হয়েছেন, যোগ করেন উপদেষ্টা।

বৈঠকে মাওলানা সাদ কান্ধলভী অনুসারী দলের প্রতিনিধি মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম এবং জুবায়েরপন্থি দলের প্রতিনিধি মাওলানা মাহফুজুল হক, জুনায়েদ আল হাবিবসহ অন্য মুরব্বিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তাবলিগ জামাতের বাংলাদেশ শাখা দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। গত বছর টঙ্গী ইজতেমা ময়দানে ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। 

উল্লেখ্য, এর আগে ৩০ জুলাই সরকারের উদ্যোগে দুই পক্ষকে নিয়ে বৈঠক হয় এবং বিবাদ নিরসনে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।

ঢাকা/এএএম//

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ন র পর ইজত ম

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়