‘হেরা ফেরি’র বাবু রাও একঘেয়ে হয়ে গিয়েছিল
Published: 2nd, November 2025 GMT
জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি ঘিরে ঝামেলা শুরু হয় যখন ‘বাবু রাও’ চরিত্রটি থেকে বেরিয়ে আসেন পরেশ রাওয়াল। পরে অবশ্য ছবির জন্য অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি প্রযোজনা সংস্থাকে ফেরত দিয়েছেন পরেশ রাওয়াল। শুধু তা–ই নয়, সেই অর্থের সঙ্গে প্রতিবছর ১৫ শতাংশ হারে সুদ যোগ করেও টাকা ফেরত দেন তিনি। পরে অবশ্য সমঝোতা হয়, সিনেমাটিতে অভিনয় করতে রাজি হন পরেশ। এ নিয়ে দীর্ঘ বিতর্কের পর সিনেমাটি নিয়ে কথা বলেছেন অভিনেতা।
পরেশ রাওয়াল জানান, ‘হেরা ফিরি’তে তাঁর অভিনীত চরিত্রটি একঘেয়ে হয়ে গিয়েছিল। তবে এ কারণেই সিনেমাটির তৃতীয় কিস্তি ছেড়েছিলেন কি না, তা অবশ্য বলেননি তিনি। পরেশ রাওয়াল বলেন, ‘যা হচ্ছে তা হলো মানুষকে খুশি করতে গিয়ে বারবার একই জিনিস করা হচ্ছে। রাজকুমার হিরানির “মুন্নাভাই এমবিবিএস”-এ দেখুন, একই চরিত্রগুলো নতুন প্রেক্ষাপটে এসেছে, আর দর্শকও সেটা পছন্দ করেছে। আমাদের “হেরা ফেরি”র চরিত্রগুলোরও কোটি টাকার সমান জনপ্রিয়তা আছে—তাহলে কেন নতুন কিছু চেষ্টা করা হবে না? কেন থেমে থাকব? আমার কথা হলো, চরিত্রটা নানা দিক থেকে দেখানো উচিত; কারণ, দর্শক তার জন্য প্রস্তুত। নিজের শক্তিটা যদি কাজে না লাগাই, তাহলে লাভ কী? শুধু একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে করলে কোনো মানে হয় না।’
‘হেরা ফিরি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট