রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে এক যুবক ও এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁদের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম (২৪) ও শাকিলা আক্তার (২০)। পুলিশ বলছে, সপ্তাহখানেক আগে তাঁদের মৃত্যু হয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সাইফুল ও শাকিলার মধ্যে প্রেম ছিল। সাইফুল ওই ভবনের তত্ত্বাবধায়ক (কেয়ারটেকার) ছিলেন। আর শাকিলা বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, যে বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়েছে, সেটার মালিকের নাম আতিক। বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে গতকাল ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। আজ সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে বাসার নিচতলায় গুদামে দুজনের মরদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।

পুলিশ বলছে, লাশগুলো গলে যাওয়ায় শরীরে কোনো ক্ষত ছিল কি না, তা বোঝার উপায় নেই। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

এদিকে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মোজাফফর আহমদ চৌধুরী লেনিন (৫১) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সোয়া ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো.

রফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানা এলাকার ৬ নম্বর শান্তিপুর কালভার্ট রোডের পাশে খাল থেকে ভাসমান অবস্থায় ‌তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

পরিচয়পত্রের ঠিকানা অনুযায়ী, নিহতের বাড়ি মেরাদিয়া দক্ষিণ খিলগাঁও এলাকায়। তাঁর বাবার নাম সেলিম চৌধুরী।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ