সুন্দরের ‘অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে’ উড়ে গেল অস্ট্রেলিয়া, সমতায় ভারত
Published: 2nd, November 2025 GMT
তিন সংস্করণের মধ্যে ওয়াশিংটন সুন্দর ভারতের টি–টোয়েন্টি দলেই সবচেয়ে নিয়মিত। তবে এই সংস্করণে ব্যাটিংয়ের সুযোগ পান কমই (৫৫ ম্যাচে ২৩ ইনিংস)। তাঁর কাছ থেকে দলের চাওয়া মূলত দুটি—প্রতিপক্ষের রান তোলার গতিতে বাধ দেওয়া এবং জুটি ভাঙা।
হোবার্টে আজ সেই সুন্দরের হাতে বলই দেননি ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে এই স্পিন অলরাউন্ডার কাজের কাজটা করলেন ব্যাট হাতে। ৩ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ২১৩.
নিনজা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতে ট্রাভিস হেড ও জশ ইংলিসকে হারালেও টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৬ রান করে অস্ট্রেলিয়া। ভারত লক্ষ্য টপকে গেল ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।
হোবার্টে এখন এটিই আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটা ছিল আয়ারল্যান্ডের (১৭৭), ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। এই ভেন্যুতে প্রথমবারের মতো টি–টোয়েন্টি ম্যাচও হারল অস্ট্রেলিয়া।
আজকের জয়ে ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা ফেরাল ভারত। গত বুধবার ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার মেলবোর্নে ৪ উইকেটে জেতে অস্ট্রেলিয়া।
অপরাজিত ৪৯ রানের অনিন্দ্য সুন্দর ইনিংসটা সুন্দরের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। সেরা ইনিংস ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ রানের। তবে ভারত হেরে যাওয়ায় তাঁর লড়াই সেদিন বৃথা গিয়েছিল।
আইসিসি পূর্ণ সদস্য দলগুলোর মুখোমুখি টি–টোয়েন্টি ম্যাচে এখন এটি কোনো ব্যাটসম্যানের ফিফটি ছাড়াই দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি ছাড়াই সর্বোচ্চ ১৯৭ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড।
আজ লক্ষ্য তাড়ায় ভারতকে উড়ন্ত শুরু এনে দেন আইসিসি টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান অভিষেক শর্মা। সেই ভিতের ওপর দাঁড়িয়েই বাকিরা দলকে এগিয়ে নেন। অভিষেক, সূর্য, তিলকরা ইনিংস বড় করতে না পারলেও পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন। তাই নিয়মিত উইকেট হারালেও একবারও মনে হয়নি এই ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নেই।
তবে রান উৎসবের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে একজন বোলারের হাতে। ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ভারতীয় পেসার অর্শদীপ সিং হয়েছেন ম্যাচসেরা।
সিরিজের চতুর্থ টি–টোয়েন্টি আগামী বৃহস্পতিবার গোল্ডকোস্টে।
সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৬/৬ (ডেভিড ৭৪, স্টয়নিস ৬৪, শর্ট ২৬; অর্শদীপ ৩/৩৫, বরুণ ২/৩৩, দুবে ১/৪৩)।
ভারত: ১৮.৩ ওভারে ১৮৮/৫ (সুন্দর ৪৯*, তিলক ২৯, অভিষেক ২৫, সূর্যকুমার ২৪, জিতেশ ২২*; এলিস ৩/৩৬, স্টয়নিস ১/২২, বার্টলেট ১/৩০)।
ফল: ভারত ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অর্শদীপ সিং (ভারত)।
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ১–১ সমতা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট