সুন্দর ঝড়ে সিরিজে সমতা ফেরাল ভারত
Published: 2nd, November 2025 GMT
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয়টি জিতে অস্ট্রেলিয়া যায় এগিয়ে। তবে আজ রোববার (০২ নভেম্বর) হোবার্টে তৃতীয় ম্যাচে ভারত দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
এদিন অস্ট্রেলিয়া আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৬ রান তোলে। জবাবে ওয়াশিংটন সুন্দর ঝড়ে ভারত ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয়।
আরো পড়ুন:
মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে দ.
রান তাড়া করতে নেমে ১৪.২ ওভারের সময় ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। তখনও জিততে ৪২ রান প্রয়োজন ছিল ভারতের। ক্রিজে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও জিতেশ শর্মা। সেখান থেকে দুজন অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সুন্দর মাত্র ২৩ বলে ৩টি চার ও ৪ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন। আর জিতেশ ১৩ বলে ৩ চারে ২২ রানে অপরাজিত থাকেন।
তাদের আগে অভিষেক শর্মা ২৫, শুভমান গিল ১৫, সূর্যকুমার যাদব ১১ বলে ২৪, তিলক ভার্মা ২৯ ও অক্ষর প্যাটেল ১৭ রান করে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। বল হাতে অস্ট্রেলিয়ার নাথান এলিস ৪ ওভারে ৩৬ রানে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জাভিয়ের বার্টলেট ও মার্কাস স্টয়েনিস।
তার আগে টিম ডেভিড ও স্টয়েনিসের ব্যাটে অস্ট্রেলিয়ার রান ১৮৬ পর্যন্ত যায়। ডেভিড ৩৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৭৪ ও স্টয়েনিস ৩৯ বলে ৮টি চার ও ২ ছক্কায় ৬৪ রানের ইনিংস খেলেন। এছাড়া ম্যাথিউ শর্ট অপরাজিত ২৬ রান করেন ১৫ বলে ২ চার ও ১ ছক্কায়।
বল হাতে ভারতের সেরা ছিলেন আরশদীপ সিং। তিনি ৪ ওভারে ৩৫ রানে ৩টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৩ রানে নেন ২টি উইকেট। শিভম দুবে ৩ ওভারে ৪৩ রানে নেন ১টি উইকেট।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন দর ছক ক য় উইক ট
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট