ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও বিনিময়ের সুযোগ থাকায় তরুণ–তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। শখের বশে টিকটকে ভিডিও পোস্ট করে আয়ও করছেন অনেকে। আর তাই ভিডিও নির্মাতাদের বাড়তি আয়ের সুযোগ দিতে নিজেদের ‘সাবস্ক্রিপশন মডেল’ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে টিকটক কর্তৃপক্ষ। বর্তমানে নির্মাতারা সাবস্ক্রিপশন মডেল থেকে টিকটকের আয়ের সর্বোচ্চ ৭০ শতাংশ ভাগ পান। নতুন নীতিমালায় নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে অতিরিক্ত ২০ শতাংশ আয় করা যাবে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টিকটক ক্রিয়েটর সম্মেলনে এ ঘোষণা দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

টিকটকের তথ্যমতে, নতুন এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। বর্তমানে নির্মাতারা সাবস্ক্রিপশন মডেল থেকে ৭০ শতাংশ আয়ের ভাগ পান। নতুন নিয়মে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে অতিরিক্ত ২০ শতাংশ বোনাস পাওয়া যাবে। এই বোনাস পেতে হলে নির্মাতার কমপক্ষে ১০ হাজার অনুসারী থাকতে হবে এবং গত এক মাসে অন্তত এক লাখ ভিডিও ভিউ পেতে হবে। শুধু তা–ই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তত তিনটি ‘সাবস্ক্রিপশন–নির্ভর’ ভিডিও প্রকাশ করতে হবে।

এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, ‘সাবস্ক্রিপশন–সুবিধার মাধ্যমে নির্মাতারা আরও সক্রিয় কমিউনিটি গড়ে তুলতে পারছেন। একই সঙ্গে মাসিক সাবস্ক্রিপশন ফি থেকে আয় করছেন, যার বিনিময়ে সাবস্ক্রাইবাররা পাচ্ছেন বিশেষ ব্যাজ। নতুন এই উদ্যোগের মাধ্যমে টিকটক নির্মাতাদের আরও বেশি সম্পৃক্ত করতে ও তাঁদের আয়ের সুযোগ বাড়াতে চায়। এ বিষয়ে টিকটকের গ্লোবাল হেড অব ক্রিয়েটর মার্কেটিং অ্যান্ড কমিউনিটি মারিসা হ্যামন্ডস বলেন, ‘যত বেশি ধারাবাহিকভাবে আধেয় বা কনটেন্ট তৈরি করবেন, তত বেশি আয় করতে পারবেন।’

এখন পর্যন্ত নতুন এই পরিবর্তন শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার নির্মাতাদের জন্য কার্যকর হয়েছে। তবে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে এই সুবিধা ধীরে ধীরে অন্যান্য দেশেও চালু করা হবে।

সূত্র: ম্যাশেবল

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট কটক র আয় র স

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ