সড়ক ছাড়লেন ইবতেদায়ি শিক্ষকরা, যান চলাচল স্বাভাবিক
Published: 2nd, November 2025 GMT
চার ঘণ্টা অবরোধের পর প্রেস ক্লাবের সামনের সড়ক ছেড়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। ফলে, যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় সড়ক ছাড়ার ঘোষণা করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক ঐক্য জোটের সভাপতি কাজী মোখলেছুর রহমান।
আরো পড়ুন:
বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
তিনি বলেন, ‘‘সচিবালয়ে আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে আলোচনা করেছি। তিনি দাবি মানার আশ্বাস দিয়েছেন। আগামী সাত তারিখ শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে বাকি বিষয়ে আলোচনা হবে। এখন লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আজকে আমাদের শান্তিপূর্ণ লং মার্চে পুলিশের বাঁধা দেওয়ার প্রতিবাদে আগামীকাল দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে থেকে আবার বিক্ষোভ মিছিল বের করা হবে।’’
ইবতেদায়ি শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে-
১.
২. এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ যে ১০৮৯টি প্রতিষ্ঠানের নথি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়েছে তার দ্রুত অনুমোদন দিতে হবে।
৩. অনুদানহীন স্বীকৃত এবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে।
৫. এবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।
ঢাকা/রায়হান/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট