ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের
Published: 2nd, November 2025 GMT
সাজিদ ও পোশাক ইস্যুতে পবিত্র কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২ নভেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আরো পড়ুন:
জুলাইবিরোধী শক্তির শাস্তি দাবিতে ইবিতে বিক্ষোভ
নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
কর্মসূচিতে তারা ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘শিক্ষক অবমাননা, মানিনা মানবো না’, ‘নোংরা রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লাশ নিয়ে রাজনীতি চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক বা অন্য কোনো ইসলামবিদ্বেষী গোষ্ঠী সাজিদ ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে। এ ইস্যুকে ব্যবহার করে একটা অংশ আল কুরআন বিভাগকে নিয়ে, পবিত্র আল কুরআনকে নিয়ে, হিজাব ও নারীদের পোশাকসহ ইসলামকে নিয়ে কটূক্তি করে বিদ্বেষ ছড়াচ্ছে। এর বিরুদ্ধেই আজকে আমাদের অবস্থান।
তারা বলেন, কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এ ইস্যুকে কেন্দ্র করে কুরআন ও নারী শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। এমনকি কেউ কেউ বলেছেন, আল-কোরআন বিভাগের ছাত্রী নাকি ‘নেংটা হয়ে কোরআন পড়ে’। এ ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনো নাস্তিকও করার সাহস দেখায়নি। এছাড়া আরেকজন বলছে, স্যারকে নেংটা হয়ে ক্ষমা চাইতে হবে। এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে আমাদের অবস্থান।
তারা আরো বলেন, আমরা কোনো ভুলের পক্ষ নিচ্ছি না। তবে সংশ্লিষ্ট শিক্ষক ইতোমধ্যে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন। এরপরও তাকে বহিষ্কারের দাবি এবং ব্যক্তিগত আক্রমণ অগ্রহণযোগ্য। এটি ইসলামবিদ্বেষী ও শিক্ষাবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ। আমরা কোনোভাবেই সাজিদ আব্দুল্লাহকে নিয়ে নোংরা রাজনীতি হতে দিতে চাই না। কিন্তু আমরা দেখছি তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সাজিদ ইস্যুকে ব্যবহার করছে।
শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়া আল কুরআন বিভাগের শিক্ষকের বিরুদ্ধে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.
এতে তিনি ৩০ ঘণ্টার মধ্যে স্বপদ হতে বহিষ্কার করে যথাযথ তদন্ত সাপেক্ষ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তবে ঘটনার পরপরই অভিযুক্ত সেই শিক্ষক সংবাদ সম্মেলন করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আল ক রআন অবস থ ন র জন ত ইসল ম
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট