গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের
Published: 2nd, November 2025 GMT
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। রবিবার (২ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) তফিসউদ্দিন বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
নিহত তিনজনের একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামপাড়া গ্রামের আলিব্বর মিয়ার ছেলে কাউসার আলী (৩২)। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে রংপুর রেঞ্জের সিআইডির ক্রাইম সিনের একটি ইউনিট।
আরো পড়ুন:
মাদারীপুরে গৃহবধূকে হত্যা, স্বামী পলাতক
গাইবান্ধায় চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা
গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী বলেন, ‘‘আইন নিজ হাতে তুলে নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।’’
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় মর্গে পাঠানো হয়েছে। নিহত দুইজনের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হবে।
শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাজার এলাকার হেলালীপাড়ার আব্দুস সালামের বসতবাড়ির পাকা গোয়ালঘরের দেওয়াল ভেঙে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করে। প্রতিবেশীরা ছুটে এসে তাদের ধাওয়া করলে চোরের দল নাসিরাবাদ গ্রামের দিকে পালিয়ে যায়। সেখানে এলাকাবাসীর বাধার মুখে তিনজন রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দেয়। উত্তেজিত জনতা ইটপাটকেল ছুড়ে তাদের পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুই চোর মারা যায়। অপরজন গুরুতর আহত হয়। খবর পেয়ে সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঢাকা/মাসুম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ম মল ন হত গ ব ন দগঞ জ থ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট