নিউইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে শনিবার ফোন করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মামদানি নির্বাচনে বিজয়ী হলে তার পরামর্শক হওয়ার প্রস্তাব দিয়েছেন ওবামা। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।  

নিউইয়র্ক টাইমস প্রথম এই আহ্বানের কথা জানিয়েছে বলে মামদানির মুখপাত্র নিশ্চিত করেছেন।

মামদানির মুখপাত্র ডোরা পেকেক বলেন, “জোহরান মামদানি প্রেসিডেন্ট ওবামার সমর্থনের কথা এবং আমাদের শহরে একটি নতুন ধরণের রাজনীতি আনার গুরুত্ব সম্পর্কে তাদের কথোপকথনের প্রশংসা করেছেন।”

জরিপে দেখা গেছে, মামদানি ৪ নভেম্বরের নির্বাচনের আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন মামদানি।

২৪শে জুন মেয়র প্রাইমারিতে জয়লাভ করে মামদানি রাজনৈতিক পর্যবেক্ষকদের হতবাক করে দেন। তারপর থেকে তার প্রার্থীতা সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের মতো দলীয় নেতাদের কাছ থেকে সমর্থন পেয়েছে এবং তিনি ছোট দাতাদের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া শুরু করেছেন।

মামদানির নীতির মধ্যে রয়েছে নিউ ইয়র্ক সিটির ধনীদের উপর কর বৃদ্ধি, কর্পোরেশন ট্যাক্স বৃদ্ধি, স্থিতিশীল অ্যাপার্টমেন্ট ভাড়ার হার স্থগিত করা এবং সরকারিভাবে ভর্তুকিযুক্ত আবাসন বৃদ্ধি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম মদ ন র কর ছ ন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ