এমিলিয়ানো মার্তিনেজের অমনোযোগই বিপদ ডেকে এনেছিল তাঁর জন্য, অ্যাস্টন ভিলার জন্য। অ্যানফিল্ডে গতকাল লিভারপুলের কাছে হারের দায়ও অনেকটাই গেল আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী গোলরক্ষকের ওপর।

তবে মোহাম্মদ সালাহকে খালি পোস্টে গোল করার সুযোগ উপহার দিয়েও মনে হয় অনুতপ্ত নন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। বলেছেন, ‘আমি হারি না। আমি হয় জিতি, নয় শিখি।’

ম্যাচের প্রথমার্ধে দুই দলই লড়েছে সমানে সমানে। গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যেতে পারত দুই দল। তবে প্রথমার্ধের যোগ হওয়া সময়ে বিপদ ডেকে আনেন মার্তিনেজই।

পাউ তোরেস ব্যাকপাস দিয়েছিলেন মার্তিনেজকে। অ্যাস্টন ভিলা গোলরক্ষকের সামনে তখন সময় আর জায়গা দুটোই আছে। চাইলেই ফের বল দিতে পারতেন তোরেসকে, কিংবা লম্বা কিক মেরে বল পাঠাতে পারতেন সামনে। কিন্তু তিনি এমন জায়গায় বল বাড়ালেন যা তোরেসের নাগালের বাইরে চলে গেল। সুযোগ বুঝে সালাহ ছুটে গিয়ে ডান পায়ের নিচু শটে পাঠিয়ে দিলেন জালে।

আরও পড়ুনযেভাবে আর্জেন্টিনার মার্তিনেজকে ময়মনসিংহে ফেরালেন শ্রাবণ৩০ এপ্রিল ২০২৫

দ্বিতীয়ার্ধে লিভারপুল ছন্দ খুঁজে পেল। রায়ান গ্রাভেনবার্চের দিক বদলে যাওয়া শটে ভুল দিকে ঝাঁপ দিলেন মার্তিনেজ, নিশ্চিত হলো লিভারপুলের জয়। চার ম্যাচ পর প্রিমিয়ার লিগে ৩ পয়েন্ট পেল আর্নে স্লটের দল।

মার্তিনেজের শিশুতোষ ভুলে বিরক্ত অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য স টন ভ ল

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ