ট্রাম্প নিজেই জানেন না তিনি আগামীকাল কী করবেন: ভারতীয় সেনাপ্রধান
Published: 2nd, November 2025 GMT
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই জানেন না তিনি আগামীকাল কী করতে যাচ্ছেন। রবিবার ভারতের একটি কলেজে বক্তৃততাকালে তিনি এ কথা বলেছেন।
আধুনিক সময়ের অনিশ্চয়তা সম্পর্কে কথা বলতে গিয়ে ভারতীয় সেনাপ্রধান জানান, চ্যালেঞ্জগুলো ঘন ঘন এবং দ্রুত এগিয়ে আসছে, তা সে নিরাপত্তার দিক থেকে হোক বা সাইবার যুদ্ধের দিক থেকে।
তিনি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জগুলো হবে “অস্থিরতা, অনিশ্চয়তা, জটিলতা এবং অস্পষ্টতা। আপনি এবং আমি ভবিষ্যৎ কী ঘটবে তা নিয়ে সম্পূর্ণ অজ্ঞ.
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “চ্যালেঞ্জ এত দ্রুত আসছে যে আপনি যখন একটি পুরানো চ্যালেঞ্জ ধরার চেষ্টা করেন, তখন একটি নতুন চ্যালেঞ্জ দেখা দেয় এবং একই নিরাপত্তা চ্যালেঞ্জ আমাদের সামরিক বাহিনীর মুখোমুখি হয়। তা সীমান্তে হোক, সন্ত্রাসবাদ, প্রাকৃতিক দুর্যোগ, অথবা সাইবার যুদ্ধ। যে নতুন জিনিসগুলো শুরু হয়েছে তার মধ্যে রয়েছে: মহাকাশ যুদ্ধ, উপগ্রহ, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং তথ্য যুদ্ধ।”
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট