বরগুনায় জামায়াতে যোগ দিলেন বিএনপির বহিষ্কৃত নেতা মামুন
Published: 2nd, November 2025 GMT
বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বামনা উপজেলার তিনবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তিনি বরগুনা জেলা জামায়াতের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুনের সভায় মঞ্চে উঠে জামায়াতে যোগ দেন।
আরো পড়ুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি
এর কিছু সময় আগে নিজের ফেসবুক আইডিতে বিএনপি থেকে বহিষ্কৃত সৈয়দ মানজুরুর রব মুর্তাজা আহসান মামুন দীর্ঘ পোস্টে বিএনপির রাজনীতি ও ব্যক্তিগত রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন।
সেখানে তিনি বলেন, ‘‘দলীয় রাজনীতিকে আমি কখনোই ক্ষমতার মাধ্যম হিসেবে বিবেচনা করিনি। আমার কাছে রাজনীতি হচ্ছে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের গভীরতা সৃষ্টির আন্তরিক প্রচেষ্টা।’’
জামায়াত ইসলামীতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘১৯৮৭ সালে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালকের পদ থেকে ইস্তফা দিয়ে বামনায় ফিরে এসে আমি প্রথমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হই। পরে ২০০২ সালে তৎকালীন সংসদ সদস্য নূরুল ইসলাম মনিরের আহ্বানে বিএনপিতে যোগ দেই এবং বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করি।’’
তিনি আরো বলেন, ‘‘২০১৪ সালে উপজেলা নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে আমাকে বিএনপি থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে আনুষ্ঠানিকভাবে কোনো আদেশপত্র বা বিজ্ঞপ্তি পাইনি। পরে একাধিকবার পুনর্বহালের আবেদন করলেও তা আলোর মুখ দেখেনি। বিএনপি থেকে বহিষ্কারের পর আমি দীর্ঘ সময় নির্দলীয় অবস্থান থেকে এলাকার শিক্ষা, সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত আছি। সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ সংকট ও নৈতিক অধঃপতনে হতাশ হয়ে আমি জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’
নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে মুর্তাজা আহসান মামুন বলেন, ‘‘নিজ স্বার্থে নয়, কোনো পদ-পদবীর আকর্ষণে নয়, মানুষের হিতার্থে রাজনীতি করি। বিএনপির বর্তমান পরিস্থিতিতে নতুন করে সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা খুঁজে পাইনি।’’
জামায়াতে যোগদানের সময় জেলা আমীর মাওলানা মুহিব্বুল্লাহ হারুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় মুহিব্বুল্লাহ হারুন বলেন, ‘‘বর্তমান সময়ে জনপ্রিয় এই নেতা জামায়াত ইসলামীতে যোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি অবশ্যই দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখবেন।’’
এ সময় আরো উপস্থিত ছিলেন বরগুনা–২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা.
ঢাকা/ইমরান/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ইসল ম ত ব এনপ র র জন ত আহস ন উপজ ল বরগ ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট