সংসদে এককক্ষ ব্যবস্থা বজায় রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার
Published: 2nd, November 2025 GMT
দেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগকে সমালোচনা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘বিদ্যমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করতে পারছে না সরকার। এর মধ্যে আরো ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের চিন্তা করা হচ্ছে, যা কোরবানির গরুর দরে কেনাবেচার বাজারে পরিণত হতে পারে। তাই নির্বাচন হলে বর্তমান এককক্ষ সংসদকে বহাল রেখেই হওয়া উচিত।’’
রবিবার (২ নভেম্বর) ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
দ্বিকক্ষ সংসদের সমালোচনা ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘৩০০ আসনের সংসদই গুছিয়ে পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরো ১০০ আসন যুক্ত হলে সে আসনগুলো ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায়। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না; বরং তা দুর্নীতির নতুন পথ খুলে দেবে।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই। ক্ষমতাকে কেন্দ্র করে দলটি এমন অবস্থানে পৌঁছেছে যেখানে মতাদর্শের চেয়ে ক্ষমতা ও ব্যক্তিকেন্দ্রিকতা বেশি প্রাধান্য পাচ্ছে। তাই তাদের রাজনৈতিক দল বলা কতটা যুক্তিযুক্ত, তা জনগণের বিবেচনায় ছেড়ে দিলাম।’’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য অন্তত একটি হলেও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত ছিল। কিন্তু, তা করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা আরো বৃদ্ধি পেয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘দেশে বিকল্প রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে এবি পার্টি মাঠে নেমেছে। গণমানুষের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তারা দেশের ভবিষ্যৎ রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে চান।’’
ঢাকা/অলোক/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সংসদে এককক্ষ ব্যবস্থা বজায় রেখেই নির্বাচন হওয়া উচিত: ব্যারিস্টার
দেশে প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের উদ্যোগকে সমালোচনা করে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘বিদ্যমান ৩০০ আসনের এককক্ষ বিশিষ্ট সংসদই ঠিকমতো পরিচালিত করতে পারছে না সরকার। এর মধ্যে আরো ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের চিন্তা করা হচ্ছে, যা কোরবানির গরুর দরে কেনাবেচার বাজারে পরিণত হতে পারে। তাই নির্বাচন হলে বর্তমান এককক্ষ সংসদকে বহাল রেখেই হওয়া উচিত।’’
রবিবার (২ নভেম্বর) ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
দ্বিকক্ষ সংসদের সমালোচনা ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘৩০০ আসনের সংসদই গুছিয়ে পরিচালিত করা যাচ্ছে না। সেখানে আরো ১০০ আসন যুক্ত হলে সে আসনগুলো ব্যবসায়িক লেনদেনের হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা থেকেই যায়। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে উচ্চকক্ষ যুক্ত করে কোনো লাভ হবে না; বরং তা দুর্নীতির নতুন পথ খুলে দেবে।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক দলের মৌলিক বৈশিষ্ট্য নেই। ক্ষমতাকে কেন্দ্র করে দলটি এমন অবস্থানে পৌঁছেছে যেখানে মতাদর্শের চেয়ে ক্ষমতা ও ব্যক্তিকেন্দ্রিকতা বেশি প্রাধান্য পাচ্ছে। তাই তাদের রাজনৈতিক দল বলা কতটা যুক্তিযুক্ত, তা জনগণের বিবেচনায় ছেড়ে দিলাম।’’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণের জন্য অন্তত একটি হলেও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা উচিত ছিল। কিন্তু, তা করতে ব্যর্থ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা আরো বৃদ্ধি পেয়েছে।’’
তিনি আরো বলেন, ‘‘দেশে বিকল্প রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে এবি পার্টি মাঠে নেমেছে। গণমানুষের প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে তারা দেশের ভবিষ্যৎ রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে চান।’’
ঢাকা/অলোক/রাজীব