রাজশাহীতে এক রাতের বৃষ্টিতে বিপর্যয়, ফসলের ব্যাপক ক্ষতি
Published: 2nd, November 2025 GMT
এক রাতের বৃষ্টিতে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার বিস্তৃত এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকেরই কাঁচা ঘর ভেঙে পড়েছে। পুকুরের মাছ ভেসে গেছে। জমির আধপাকা ধানগাছ নুয়ে পড়েছে। জেলার অন্য উপজেলাগুলোতেও ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেলার প্রায় ৮০ শতাংশ ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে।
ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে গত শুক্রবার রাতভর রাজশাহী ও এর পাশের জেলায় ভারী বর্ষণ হয়। বৃষ্টি হয় পরদিন শনিবারও। এতে রাজশাহীর বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। রোববার বিকেলে বন্যাকবলিত এলাকায় গিয়ে দেখে যায়, এরই মধ্যে পানি অনেকটা নেমে গেছে, কিন্তু ঘরহারা মানুষদের রাস্তায় রাত কাটাতে হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গোদাগাড়ীতে শুক্রবার রাতে হয়েছে ১৬২ মিলিমিটার বৃষ্টি। শনিবার সকালে হয়েছে ৭৪ মিলিমিটার। আর তানোরে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১১৩ মিলিমিটার।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.
গোদাগাড়ীর কালোসাঁকো বিলে চারটি পুকুর ছিল মারিফুল ইসলামের। তিনি বলেন, ‘বৃষ্টি যে এত হবে, তা বুঝতে পারিনি। সকালে এসে দেখি পুকুর ভেসে গেছে। আমার সব পুকুরে প্রায় চার লাখ টাকার মাছ ছিল।’
গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের খড়িয়াকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, দুটি স্থানে পাকা রাস্তা প্লাবিত হয়ে এক পাশ থেকে আরেক পাশে পানি যাচ্ছে। স্থানীয় লোকজন সেখানে জাল দিয়ে মাছ ধরছেন। রাস্তার দুই পাশে বিলের শত শত বিঘা জমির ধান প্লাবিত হয়ে গেছে। খড়িয়াকান্দি খালের পাশে ১০-১২টি বাড়ি ছিল। বাড়িগুলোর মাটির দেয়াল ভেঙে পড়েছে।
শুক্রবার রাতের বৃষ্টিতে রাস্তার ওপর দিয়ে এভাবেই পানির স্রোত যাচ্ছে। রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের খড়িয়াকান্দি গ্রামেউৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ক রব র র ত এল ক য়
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫