অক্টোবরে গড়ে দিনে দুজন ধর্ষণের শিকার হওয়ার খবর: মহিলা পরিষদ
Published: 2nd, November 2025 GMT
অক্টোবর মাসে ২৩১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়নসহ নানা ধরনের সহিংসতার শিকার হওয়ার খবর প্রকাশ হয়েছে। এর মধ্যে ৬২ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ গড়ে দিনে দুটি করে ধর্ষণের খবর প্রকাশ হয়েছে।
১৫টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ এই তথ্য জানিয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে জাতীয় দৈনিক পত্রিকায় ১০১টি কন্যাশিশু ও ১৩০ জন নারী নির্যাতনের শিকার হওয়ার খবর প্রকাশ হয়। এ সময় ৪৬ কন্যাশিশু, ১৬ জন নারীসহ মোট ৬২ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ২ কন্যাশিশুসহ ৫ জন নারী। এ ছাড়া ১০ কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। বিভিন্ন কারণে ৭ কন্যাশিশু, ৪৬ জন নারীসহ মোট ৫৩ জন হত্যার শিকার হয়েছে। হত্যাচেষ্টার শিকার হয়েছে এক কন্যাশিশু ও দুজন নারী। ৯ কন্যাশিশু, ১৭ জন নারীসহ ২৬ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অক্টোবরে দেশে মোট ৭ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ২ কন্যাশিশু ও ৫ জন নারী। যৌন সহিংসতার শিকার হয়েছেন ৬ কন্যাশিশু ও ৬ জন নারীসহ মোট ১২ জন। এর মধ্যে ৫ কন্যাশিশুসহ ১১ জন যৌন নিপীড়নের শিকার ও এক কন্যাশিশু উত্ত্যক্তের শিকার হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৪ নারীর মৃত্যু হয়েছে। একজন গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ জন অপহরণ, ২ জন বাল্যবিবাহ, ২ জন বাল্যবিবাহের চেষ্টা, ১০ জন পাচার, যৌতুকের কারণে ২ জন নির্যাতন ও ৫ জন হত্যা, ১৯ জন শারীরিক নির্যাতন ও ৫ জন অন্যান্যভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র শ ক র হয় ছ
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫